রাজ্য

নিট পরীক্ষার কথা ভেবে ১২ তারিখের লকডাউন প্রত্যাহার, ট্যুইটে জানালেন মুখ্যমন্ত্রী

টিডিএন বাংলা ডেস্ক: আগামী ১৩ সেপ্টেম্বর রবিবার নিট পরীক্ষায় বসবেন রাজ্যের ছাত্রছাত্রীরা। তার আগে দুই দিন ১১ ও ১২ তারিখের লকডাউন জারি ছিল রাজ্যে। কিন্তু আজ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন ১২ তারিখ লকডাউন হবে না।

টুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, এর আগে ১১ ও ১২ সেপ্টেম্বর লকডাউন হবে বলে পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছিল। কিন্তু ১৩ সেপ্টেম্বর নিট পরীক্ষা রয়েছে। সে জন্য ছাত্রছাত্রীদের থেকে প্রচুর আবেদন আর্জি আসছে যাতে পরীক্ষার আগের দিন লকডাউন তুলে নেওয়া হয়। তা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হল। তবে ১১ তারিখ রাজ্য জুড়ে লকডাউন হবে। এদিন টুইট করে ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Related Articles

Back to top button
error: