আন্তর্জাতিক

নিরাপত্তার জন্য বিপজ্জনক? এক হাজার চিনা নাগরিকের ভিসা বাতিল করল আমেরিকা

টিডিএন বাংলা ডেস্ক: নিরাপত্তার জন্য বিপজ্জনক? এক হাজার চিনা নাগরিকের ভিসা বাতিল করল আমেরিকা। বুধবার এমনটাই জানিয়েছেন আমেরিকার বিদেশ দফতরের মুখপাত্র। মার্কিন স্বরাষ্ট্র দফতরের কার্যনির্বাহী প্রধান চাড উলফ জানিয়েছেন, “চিনা ছাত্র বা গবেষকদের সঙ্গে যদি কোনওভাবে তাদের দেশের সেনাবাহিনীর যোগাযোগ থাকে, তাহলে তাদের ভিসা দেওয়া হয় না। তারা যাতে গবেষণা সংক্রান্ত কোনও তথ্য চুরি না করতে পারে, সেজন্যই ওই ব্যবস্থা নেওয়া হয়েছে।” তিনি বলেন, অনেক চিনা নাগরিক আমেরিকায় স্টুডেন্ট ভিসার অপব্যবহার করেছেন। তাঁরা করোনা ভাইরাস নিয়ে গবেষণার ফলাফলও চুরি করতে চেয়েছিলেন। আমরা দাস শ্রমিকদের দ্বারা প্রস্তুত পণ্য দেশের বাজারে প্রবেশ করতে দিই না। চিনের উচিত প্রত্যেক মানুষের সম্মান রক্ষা করা।”

Related Articles

Back to top button
error: