রাজ্য

পার্ট টাইম শিক্ষকরাও স্থায়ী শিক্ষকদের মতো মূল বেতন পাবেন, হাইকোর্টে ধাক্কা রাজ্যের

টিডিএন বাংলা ডেস্ক: পার্ট টাইম শিক্ষকরাও স্থায়ী শিক্ষকদের মতো মূল বেতন পাবেন। হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য। সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেও বুধবার বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলাকারী দুই শিক্ষকের পক্ষেই রায় দেয়। উল্লেখ্য, পূর্ব বর্ধমানের খানদ্রা হাইস্কুলের পার্ট টাইম শিক্ষক অনির্বাণ ঘোষ এবং বিটরা হাইস্কুলের শিক্ষক বরুণ কুমার ঘোষ হাইকোর্টে মামলা করেন।
সম কাজে সম বেতনের রীতি মেনেই ২০১৯ সালে বিচারপতি মৌসুমী ভট্টাচার্য রায় দুই শিক্ষকের বেসিক স্যালারি স্থায়ী শিক্ষকদের হারেই দিতে হবে বলে রায়
দিলেও সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় সরকার। কিন্ত সেখানেও একই রায় বহাল রাখে।

Related Articles

Back to top button
error: