দেশ

বিএমসির দ্বৈত চরিত্র: বেআইনি নির্মাণের অভিযোগে কঙ্গনার দপ্তর ভাঙলেও মণীশ মলহোত্রকে ৭ দিনের সময়

টিডিএন বাংলা ডেস্ক: একই ধরণের মামলায় বৃহন্মুম্বাই পৌরসভার দুটি পৃথক ভূমিকা সামনে এসেছে। বান্দ্রার পালি হিলে কঙ্গনা রানাউতের অফিসের ঠিক পাশেই রয়েছে মনীষ মালহোত্রার বাংলো। একই দিনে নোটিশ জারি করলেও কঙ্গনার দপ্তে ২৪ ঘণ্টার নোটিশ দিয়ে খানিকটা ভাঙচুরও করা হয়েছে। অথচ ঠিক তার লাগোয়া মনিশ মালহোত্রার বাংলোতে ওই একই বেআইনি নির্মাণের নোটিশ জারি করে বিএমসির পক্ষ থেকে ‘কারণ দর্শনের নোটিশ’ জারি করে সাত দিনের সময় দেওয়া হয়েছে। একদিকে বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার মনিশ মলহোত্রাকে বেআইনি নির্মাণের জন্য কারন দর্শানোর জন্য সাত দিনের সময় দেওয়া হয়েছে আর অপর দিকে ওই একই মামলায় কঙ্গনাকে তৎক্ষণাৎ কাজ বন্ধের নোটিশ দিয়ে মাত্র ২৪ ঘণ্টার সময় দেওয়া হয়েছে।

বান্দ্রা পালি হিলে মণীশ মলহোত্রার বাড়ির নম্বর ৬ এবং কঙ্গনার দপ্তরের অভ্যাসের নম্বর ৫। বিএমসির নোটিশ অনুযায়ী আবাসিক ভবন হওয়া সত্ত্বেও, ওই ভবনকে একটি বাণিজ্যিক ভবনে পরিবর্তন করা হয়েছে। অবৈধ ভাবে গ্রাউন্ড ফ্লোরে কেবিন বানানো হয়েছে। এছাড়া বাংলোয় দ্বিতীয় তলার টেরেসে শেড তৈরি করে বিধি লঙ্ঘন করা হয়েছে।

Related Articles

Back to top button
error: