HighlightNewsরাজ্য

১৯ ডিসেম্বর কলকাতা পুরনিগমের ভোট

টিডিএন বাংলা ডেস্ক : কলকাতা পুরভোটের দিন ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। বৃহস্পতিবার পুরভোটের বিজ্ঞপ্তি জারি করল কমিশন। ভোট গণনার সম্ভাব্য দিন ২১ ডিসেম্বর। কেন্দ্রীয় বাহিনী আপাতত মোতায়েন করার ইচ্ছে নেই কমিশনের। নির্বাচন করানোর জন্য নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ডিজি ও সিপি কী রিপোর্ট দেন, তা দেখেই সিদ্ধান্ত ঘোষণা করা হবে। আগামী ২২ ডিসেম্বরের মধ্যে ভোট প্রক্রিয়া মিটে যাবে। তবে এদিনের প্রকাশিত নির্ঘন্টে শুধু কলকাতার কথাই উল্লেখ করা হয়। হাওড়ায় কবে ভোট সে সংক্রান্ত কোনও তথ্যই কমিশনের তরফে জানানো হয়নি।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার থেকেই কলকাতায় মনোনয়ন জমা দেওয়া যাবে। ১ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন পেশ করা যাবে। ২ তারিখ স্ক্রটিনি। ৪ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস জানিয়েছেন, কলকাতা পুরনিগমের নির্বাচন হবে ১৯ ডিসেম্বর। ১৪৪টি ওয়ার্ডে ৪ হাজার ৭৪২টি বুথে ভোটগ্রহণ চলবে। ভোটার সংখ্যা ৪০ লক্ষ ৪৮ হাজার ৩৫২ জন। ১৯ তারিখ সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হবে। ভোটগ্রহণ পর্ব চলবে ৫টা পর্যন্ত। ফলাফল ঘোষণা কবে, তা অবশ্য বিজ্ঞপ্তিতে জানানো হয়নি। একটি আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ করে ফলাফলের দিন জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন সৌরভ দাস। তবে তাঁর ইঙ্গিত ২১ তারিখ গণনা ও ফলপ্রকাশ হতে পারে। ভোট হবে ইভিএমেই।

তবে কলকাতায় ভোট হলেও এখনই ভোট হচ্ছে না হাওড়াতে। বালিকে আলাদা পুরসভা করার উদ্যোগ নিয়েছে রাজ্য। কিন্তু রাজ্যপাল জগদীপ ধনকড় সেই বিলে সই করেননি। এসংক্রান্ত আরও তথ্য চেয়েছেন রাজ্যপাল। তাই হাওড়ায় ভোট করানো সম্ভব হচ্ছে না। উল্লেখ্য কোভিডের কারণে ২০২০ সাল থেকে ১১২টি পুরসভায় নির্বাচন স্থগিত ছিল। ১৯ ডিসেম্বর ওই ভোট করানোর প্রস্তাব দেয় রাজ্য। কিন্তু অন্যান্য রাজনৈতিক দল তাতে আপত্তি জানায়। আইনি টানাপোড়েনের মধ্যে পড়ে যায় পুরভোট। অবশেষে শুধু কলকাতাতেই পুরভোট করানোর সিদ্ধান্ত নিল কমিশন।

Related Articles

Back to top button
error: