টিডিএন বাংলা ডেস্ক: একের পর এক শিশুর মৃত্যু ঘটে চলেছে রাজস্থানে। রাজস্থানের কোটা শহরের জেকে লোন হাসপাতলে কয়েক ঘণ্টার ব্যবধানে পরপর নটি নবজাতক শিশুর মৃত্যু হল। মৃত সদ্যজাত দের বয়স এক দিন থেকে চার দিনের মধ্যে। এর আগের বছরের ডিসেম্বর মাসে এ ধরনের শিশুমৃত্যুর ঘটনা ঘটেছে ওই হাসপাতালে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হওয়ার পর ওই হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা ফের প্রশ্নচিহ্নের মুখে। গত দু’দিনে মোট নটি শিশুর মৃত্যু হয়েছে ওই হাসপাতালে। এরমধ্যে বুধবার পাঁচটি শিশু এবং বৃহস্পতিবার চারটি শিশুর মৃত্যু হয়েছে। অবিলম্বে এই বিষয় নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন রাজস্থানের স্বাস্থ্যমন্ত্রী রঘু শর্মা।
এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগে বৃহস্পতিবার থেকে ধরনায় বসেছে দুই সদ্যোজাত মৃত শিশুর পরিবার। এই ঘটনার কথা জানতে পেরে বৃহস্পতিবার সন্ধ্যেবেলায় হাসপাতাল পরিদর্শনে যান জেলা কমিশনার কেসি মীনা ও জেলার কালেক্টর উজ্জল রাঠোর। হাসপাতালে সুপার সুরেশ দুলাল জানিয়েছেন, কোন ধরনের সংক্রমণ বা অস্বাভাবিক কারণে এই শিশুগুলির মৃত্যু হয়নি। কোটা মেডিকেল কলেজের হাসপাতালে অধ্যক্ষ জানিয়েছেন, সবকটি মৃত্যুই, স্বাভাবিক মৃত্যু। তার দাবি তিনটি শিশুকে মৃত অবস্থায় আনা হয়েছিল। আরো তিন জন শিশুর জন্মগত ত্রুটির কারণে মারা গিয়েছে এবং বাকিরা হঠাৎ করে মারা গিয়েছে। তবে এ ধরনের ঘটনার যাতে আর ভবিষ্যতে পুনরাবৃত্তি না হয় সেজন্য ছ’জন অতিরিক্ত চিকিৎসক ও দশজন নার্সকে শিশুদের দিকে বিশেষ পর্যবেক্ষণের ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে।