আপার প্রাইমারির নিয়োগে প্যানেল থেকে শুরু করে মেরিট লিস্ট সবই বাতিল, মুখ পুড়লো সার্ভিস কমিশনের

প্রতীকী ছবি

টিডিএন বাংলা ডেস্ক: আপার প্রাইমারী নিয়োগ নিয়ে হাইকোর্টে বড় ধাক্কা খেল রাজ্য সরকার। আজ আপার প্রাইমারির নিয়োগে প্যানেল থেকে শুরু করে মেরিট লিস্ট সমস্ত কিছু বাতিল করে দেয় হাইকোর্ট। মূলত ২০১৯ সাল
চাকরির মেধাতালিকায় দুর্নীতির অভিযোগের মামলার পরিপ্রেক্ষিতে এই নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। আজ ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত আপার প্রাইমারির সমস্ত নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেওয়ার পাশাপাশি আগের প্যানেল বাতিল করে ভেরিফিকেশন থেকে আবার নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেয় আদালত।