HighlightNewsদেশ

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক ২০২০-র স্কুলব্যাগ নীতি; দ্বিতীয় শ্রেণী পর্যন্ত দেওয়া যাবে না হোমওয়ার্ক

টিডিএন বাংলা ডেস্ক: ক্ষুদে পড়ুয়াদের পিঠে বইয়ের ব্যাগের বোঝা কমাতে এবার নতুন স্কুলব্যাগ নীতি প্রকাশ করেছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। ওই নীতি অনুযায়ী ক্ষুদে স্কুল পড়ুয়াদের বইয়ের ব্যাগের ভার দুকেজির বেশি হওয়া চলবে না। এমনকি দ্বিতীয় শ্রেণী পর্যন্ত হোমওয়ার্ক দেওয়া যাবে না বলেও বলা হয়েছে। যদিও পশ্চিমবঙ্গে মমতা সরকারের হাত ধরে ইতিমধ্যেই রাজ্যের সরকারি ও সাহায্যপ্রাপ্ত সব স্কুলে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত হোমওয়ার্ক দেওয়া হয়না।পাঠ্যবইও খুদেরা স্কুলে রেখে যায়।

কেন্দ্রের এই নয়া নীতিতে ব্যাগের ওজন এবং দ্বিতীয় শ্রেণী পর্যন্ত হোমওয়ার্ক না দেওয়ার পরামর্শের পাশাপাশি পড়ুয়ারা কত ঘন্টা হোমওয়ার্ক করবে সেই বিষয়েও নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে কেন্দ্র। দ্বিতীয় শ্রেণি পর্যন্ত বাড়ির কাজ না দিয়ে বরং পড়ুয়ারা সন্ধ্যেবেলা কিভাবে কাটিয়েছে, কি কি খেলায় অংশ নিল, কি খেল তা নিয়ে ক্লাসরুমে আলোচনা করে তাদেরকে উৎসাহ দেওয়ার কথা বলা হয়েছে।

ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ এন্ড ট্রেনিংয়ের তত্ত্বাবধানে একটি সমীক্ষা করে এই বিষয়ে বহুবিধ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ওই সমীক্ষা সিদ্ধান্ত অনুযায়ী, তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর পড়ুয়াদের সপ্তাহের সর্বোচ্চ ২ ঘন্টার হোমওয়ার্ক দেওয়া যাবে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের দিনের সর্বোচ্চ ১ ঘন্টা হোমওয়ার্ক করতে দেওয়া যাবে।নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ক্ষেত্রে দিনের সর্বোচ্চ দু’ঘণ্টা হোমওয়ার্ক করতে দেওয়া যাবে।

এর পাশাপাশি প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ব্যাগের ওজনও বেঁধে দেওয়া হয়েছে। এই নয়া নির্দেশিকা অনুযায়ী কোন ভাবেই পড়ুয়ার ব্যাগের ওজন তার শরীরের ওজনের ১০ শতাংশের বেশি হওয়া চলবে না। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে ব্যাগের ওজন থাকতে হবে ১.৬ থেকে ২.২ কেজির মধ্যে। একাদশ থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ক্ষেত্রে সেই ব্যাগের ওজন হতে হবে ৩.৫ কেজি থেকে ৫ কেজির মধ্যে।

চলতি বছরের জুলাই মাসে কেন্দ্র সরকারের নতুন শিক্ষানীতি অনুযায়ীপ্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত হোমওয়ার্ক এবং ব্যাগের ওজন নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এই মর্মে নভেম্বরের শেষ সপ্তাহে রাজ্য সরকারগুলির কাছেও পৌঁছে গেছে চূড়ান্ত নির্দেশিকা।

Related Articles

Back to top button
error: