দেশ

ফৌজদারি মামলা থাকলে সংবাদমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে জানাতে হবে প্রার্থীকে, নির্দেশিকা কমিশনের

টিডিএন বাংলা ডেস্ক: ফৌজদারি মামলা থাকলে সংবাদমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে জানাতে হবে প্রার্থীকে। শীর্ষ আদালতের আগের একটি রায় উল্লেখ করে মনোনয়নপত্র দাখিলের পর থেকে নির্বাচন সংঘটিত হওয়া তারিখ দিয়ে রাজনৈতিক দলগুলিকে নির্দেশনামা পাঠিয়েছে কমিশন। তাতে বলা হয়েছে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখের আগের চার দিনের মধ্যে প্রার্থীর ফৌজদারি মামলার তথ্য উল্লেখ করে প্রথম বিজ্ঞাপন দিতে হবে। দ্বিতীয়বার ফের বিজ্ঞাপন দিতে হবে মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখের পরের পাঁচ থেকে আট দিনের মধ্যে। এবং শেষবারের জন্য বিজ্ঞাপন দিতে হবে প্রচার শেষের আগের নয় দিনের মধ্যে।

Related Articles

Back to top button
error: