HighlightNewsদেশ

‘আপনার মন্তব্যে আগুন জ্বলছে’ সুপ্রিম কোর্টে তীব্র তিরস্কারের মুখে নূপুর শর্মা, দেশের মানুষের কাছে ক্ষমা চাওয়ার নির্দেশ

টিডিএন বাংলা ডেস্ক: সম্প্রতি নবী মহম্মদ(সাঃ)কে নিয়ে অবমাননাকর মন্তব্য করে ছিলেন, বিজেপি প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মা। যার জেরে উত্তাল হয়েছে দেশ তথা বিশ্ব। আগুন জ্বলেছিল গোটা দেশে। সেই ঘটনায় এবার সুপ্রিম কোর্টে তীব্র তিরস্কারের মুখে পড়লেন নূপুর শর্মা। পয়গম্বরকে নিয়ে করা তাঁর মন্তব্যে ক্ষুব্ধ শীর্ষ আদালতের বিচারপতি স্পষ্ট জানিয়েদেন, নূপুর শর্মার মন্তব্যের কারণেই আগুন জ্বলছে সারা দেশে। সেই কারণে দেশের মানুষের কাছে ক্ষমা চাওয়ারও নির্দেশ দেন তিনি। এদিন বিচারপতি সূর্য কান্ত বলেন, “আমরা ওই শোটি দেখেছি। তিনি যে ভাবে বিষয়টি উপস্থাপন করেছিলেন একজন আইনজীবী হিসেবে সেটা লজ্জাজনক। তাঁকে গোটা দেশের কাছে ক্ষমা চাইতে হবে।”

এদিন দেশ জুড়ে তাঁর নামে বিভিন্ন থানায় দায়ের হওয়া এফআইআর যেন দিল্লি স্থানান্তরিত করা হয় এই আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দারস্থ হয়েছিলেন তার আইনজীবী। তাঁর আইনজীবী আদালতে বলেন, নূপুরকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। সেই কথা শুনেই ক্ষুদ্ধ ‘‘তিনি হুমকির মুখে পড়ছেন, না কি তিনিই নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছেন! তিনি দেশে অশান্তির বাতাবরণ তৈরি করেছেন। আজ গোটা দেশে যা চলছে, তার পিছনে দায়ী একা এই মহিলা।’’ “দেশে এই মুহূর্তে যে অশান্তির আবহ তা ওই মহিলা একা হাতে তৈরি করেছেন” বলেও মন্তব্য করেন তিনি।

Related Articles

Back to top button
error: