HighlightNewsআন্তর্জাতিক

বাগদাদে আইএসএর বোমা হামলা, মৃত্যু ৩০ জনের,আহত ৬০ জন

টিডিএন বাংলা ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাদের সদর সিটি এলাকার ব্যস্ততম একটি বাজারে বোমা হামলা করলো জঙ্গিগোষ্ঠী আইএস(দায়েশ)। এ ঘটনায় এখনও পর্যন্ত ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৬০ জন। এর মধ্যে গুরুতর আহতের সংখ্যা নেহাত কম নয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ঈদের আগের দিন বোমা হামলার মাধ্যমে আইএস(দায়েশ) জনমনে ত্রাশ সৃষ্টি করতে চাইছে। তাদের মতে, গত ছয় মাসে মধ্যে এটিই সবচেয়ে ভয়াবহ বিধ্বংসী বোমা হামলা। ঘটনার দায় স্বীকার করে নিয়েছে আইএস(দায়েশ)। ইরাকি সংবাদমাধ্যম সাবেরিন জানিয়েছে, এই সময়ে বাজার লোকারণ্য ছিল, সকলেই ঈদের কেনাকাটায় ব্যস্ত ছিল। ঈদের আগের দিন এই বর্বরোচিত হামলার নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মহল। দোষী সন্ত্রাসীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে ইরাকি প্রশাসন। উল্লেখ্য যে, আইএস(দায়েশ) বিগত কয়েক বছর আগে ইরাকের একটি বড় অংশ দখল করে নিয়েছিল‍্য তবে বিগত দুই বছর আগেই ইরাকি সরকার ও মিলিশিয়া বাহিনী আইএসের থেকে উদ্ধার করেছিল সমস্ত এলাকাই। তবে অনুমান করা হয় দেশের বিভিন্ন প্রান্তে এখনো পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে আছে বহু সন্ত্রাসী। যারা মাঝে মাঝে নিজেদের অস্তিত্ব জানান দিতে এই ধরনের কাপুরুষোচিত হামলা চালিয়ে যাচ্ছে।

Related Articles

Back to top button
error: