HighlightNewsদেশ

মধ্যপ্রদেশের বালাঘাটে ভেঙে পড়ল একটি চার্টার প্লেন: নিহত দুই পাইলট; ১০০ ফুট গভীর খাদে পাওয়া গেল ধ্বংসাবশেষ

টিডিএন বাংলা ডেস্ক: শনিবার বিকেলে মধ্যপ্রদেশের বালাঘাটে একটি চার্টার প্লেন ভেঙে পড়ে। বিমানটিতে একজন পাইলট এবং একজন প্রশিক্ষণার্থী পাইলট ছিলেন। দুজনেই মারা যান। দুই পাথরের মাঝে একজনের লাশ পুড়ে যেতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।
জানা গিয়েছে, বালাঘাট জেলার লাঞ্জি ও কিরনাপুরের মধ্যে ভাক্কুটোলা-কোসমারা পাহাড়ে এই দুর্ঘটনা ঘটে। এটিসি গোন্দিয়া এজিএম কমলেশ মেশরাম জানিয়েছেন, ট্রেনি পাইলট রুকাশঙ্ক ভারসুকা এবং প্রশিক্ষক মোহিত এই ঘটনায় মারা গিয়েছেন।

বালাঘাটের এসপি সমীর সৌরভ জানিয়েছেন, এই বিমানটি একটি প্রশিক্ষণার্থী বিমান ছিল। এটি মহারাষ্ট্রের গোন্দিয়া জেলার বিরসি এয়ারস্ট্রিপ থেকে উড়েছিল। ঘটনাস্থল বালাঘাট জেলা সদর থেকে প্রায় ৪০কিলোমিটার দূরে। বালাঘাট জেলার কির্ণপুর এলাকার ভাক্কুটোলার জঙ্গলে ভেঙে পড়ে ওই চার্টার প্লেন।
বালাঘাট জেলার কির্ণপুর এলাকার ভাক্কুটোলার জঙ্গলে বিধ্বস্ত হয়েছে চার্টার প্লেন। বিকাল ৩.২০ মিনিটে উড্ডয়নের ১৫ মিনিট পরই এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার প্রায় ১৫ মিনিট আগে বিমানটি বিরসি এয়ারস্ট্রিপ থেকে উড্ডয়ন করেছিল। বর্তমানে উদ্ধারকারী দল সেখানে পৌঁছেছে। যদিও, দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।

বিমানে থাকা দুই পাইলটের একজনের দেহ দুটি পাথরের মধ্যে জ্বলতে দেখা গেছে। বালাঘাট জেলায় যেখানে বিমানটি পড়েছিল, তার দুই পাশে পাহাড়। পাহাড়ের মাঝখানে ১০০ ফুট গভীর খাদে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে। ঘন জঙ্গল ও পাহাড়ি এলাকা থাকায় উদ্ধারকারী দল ও কর্মকর্তাদের ঘটনাস্থলে পৌঁছাতে সমস্যা হচ্ছে বলে জানা গিয়েছে।

Related Articles

Back to top button
error: