সোনিপাতের রাসায়নিক কারখানায় বড়সড় অগ্নিকাণ্ড

প্রতীকী ছবি

টিডিএন বাংলা ডেস্ক: রবিবার হরিয়ানা সোনিপাত জেলার কুন্ডলি শিল্প এলাকায় একটি কারখানায় বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে। জানা গিয়েছে, আগুন এতটাই ভয়াবহ ছিল যে সাহায্যের জন্য ডেকে নেওয়া হয় দিল্লির দমকল বাহিনীকে। দমকলের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, রবিবার আগুন লাগার পর ওই কারখানা থেকে কুড়ি জনেরও বেশি শ্রমিককে সরিয়ে আনা হয়। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে। সোনিপাতের জেলা প্রশাসক ললিত সিওয়াচ এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শনিবারের ওই রাসায়নিক কারখানার আগুন নেভাতে কুড়িটি ফায়ার টেন্ডার ডেকে আনা হয়। যার ফলে গভীর রাতের মধ্যে সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে চলে আসে। তিনি আরো জানান, দিল্লির নরেলা, হরিয়ানার রোহতক, বাহাদুরগড়, সোনিপাত, সামালখা এবং পানিপথ সহ কুণ্ডলী এবং আশেপাশের এলাকা থেকে ফায়ার টেন্ডার তলব করা হয়েছিল। জেলা প্রশাসক আরো জানান, ওই কারখানায় টুথপেস্টে ব্যবহৃত পেপার্মিন্ট অয়েল এবং আনুষঙ্গিক রাসায়নিক দ্রব্য তৈরি হতো।

সোনিপাতের জেলা প্রশাসক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ঘটনার সময় কারখানায় কুড়ি জনেরও বেশি লোক কাজ করছিলেন তবে, সবাইকে সময়মতো সরিয়ে নেওয়া সম্ভব হয়। তিনি আরো জানান, ওই কারখানার কাছাকাছি এলাকা দিয়ে গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের একটি পাইপ লাইন রয়েছে। যা উচ্চ তাপমাত্রার কারণে ফেটে যেতে পারত বা বড়োসড়ো কোন বিপদ ঘটতে পারত। তিনি বলেন, “গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের একটি গ্যাস পাইপলাইন রয়েছে যেটি ওই কারখানার যেখানে আগুন লেগেছে তার কাছাকাছি জায়গায় রয়েছে। উচ্চ তাপমাত্রার কারণে একটি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। আমরা অবিলম্বে গেইল (জিএআইএল) ইঞ্জিনিয়ারদের ও ফায়ার অফিসারদের ডেকেছিলাম এবং সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে পাইপলাইনের সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছিল।” তিনি আরও জানান, সম্ভবত বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণেই এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে