রাজ্য
চলন্ত গাড়িতে জল খেতে গিয়ে গলায় আটকে বিপত্তি, নয়নজুলিতে লরি উল্টে মৃত এক
নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মুর্শিদাবাদ: কাটোয়া থেকে আসাম যাওয়ার পথে চলন্ত গাড়িতে জল খাওয়ার সময় গলায় জল আটকে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে উল্টে গেলো একটি পাইপ বোঝাই ১৪ চাকা লরি। ঘটনায় মৃত্যু হলো লরি চালকের। জখম হয়েছেন আরো একজন। ঘটনাটি ঘটেছে সামসেরগঞ্জ থানার নতুন মালঞ্চা ৩৪ নম্বর জাতীয় সড়কে। পুলিশ জানিয়েছে, মৃত ওই ড্রাইভারের নাম
সনাতন দাস কৈবদ্য(৩৫)। তার বাড়ি
কাটোয়া এলাকায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহুকুমা হাসপাতালে পাঠিয়েছে। জখমদের স্থানীয় তারাপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।