টিডিএন বাংলা ডেস্ক: পাঞ্জাবের পর এবার রাজস্থানের কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে বিল আনতে চলেছে রাজস্থান সরকার। নিজেই এবিষয়ে একাধিক টুইট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলোট। তিনি লিখেছেন,”পাঞ্জাবের কংগ্রেস সরকার এই আইনের বিরুদ্ধে বিল পাস করেছে এবং শিগগিরই রাজস্থানও তা করবে।”
এরপর আরেকটি টুইট করে তিনি লিখেছেন,”সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর নেতৃত্বে ভারতীয় জাতীয় কংগ্রেস আমাদের অন্নদাতা কৃষকদের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে এবং আমাদের দল কৃষক বিরোধী আইনের বিরোধিতা অব্যাহত রাখবে, যা এনডিএ সরকার প্রণয়ন করেছে।”
এবিষয়ে মন্ত্রী পরিষদের সঙ্গেও কথা হয়েছে বলে জানিয়েছেন অশোক গেহলোট। তিনি লেখেন,”মন্ত্রিপরিষদের রাজ্য কাউন্সিলের বৈঠকে কৃষকদের সম্পর্কিত বিষয়ে কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রণয়ন করা তিনটি নতুন আইনের জন্য রাজ্যের কৃষকদের উপর কি প্রভাব পড়বে তা নিয়ে নিয়ে আলোচনা করা হয়েছে।”
এ প্রসঙ্গে তিনি আরো লেখেন,”মন্ত্রি পরিষদ রাজ্যের কৃষকদের স্বার্থে সিদ্ধান্ত নিয়েছে যে তাদের স্বার্থ রক্ষার জন্য শীঘ্রই বিধানসভার একটি বিশেষ অধিবেশন আহ্বান করা উচিত। অধিবেশনে, ভারত সরকারের বাস্তবায়িত আইনের প্রভাব নিয়ে আলোচনা করে রাজ্যের কৃষকদের স্বার্থে কাঙ্ক্ষিত সংশোধনী বিল আনতে হবে।”