দেশ

২ রা নভেম্বর থেকেই রাজ্যে খুলছে স্কুল , ঘোষণা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর

টিডিএন বাংলা ডেস্ক: আগামী ২ রা নভেম্বর থেকেই রাজ্যে খুলছে স্কুল। যেখানে সব শ্রেণির পড়ুয়াদেরকেই স্কুলে যেতে হবে। মঙ্গলবার একটি ভিডিয়ো কনফারেন্সে এমনটাই ঘোষণা করলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডি। জোড় বিজোর প্রক্রিয়ায় চলবে স্কুল। ৭৫০ জনের বেশি পড়ুয়া রয়েছে এমন স্কুলগুলিকে সপ্তাহে তিন দিন স্কুল খোলার অনুমতি ও প্রতিটি স্কুলে মিড ডে মিল চালু করারও কথা ঘোষণা সরকারের পক্ষ থেকে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নভেম্বর থেকেই স্কুল খুলবে। এক মাস পর ফের সিদ্ধান্ত নেওয়া হবে যে, ডিসেম্বরেও স্কুল খোলা থাকবে কিনা। যে পড়ুয়ারা করোনার কারণে স্কুলে যেতে চাইছেন না, তারা অনলাইনেও ক্লাস করতে পারবে।

Related Articles

Back to top button
error: