টিডিএন বাংলা ডেস্ক: সরাসরি নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এআইএমআইএমকে নিশানা করে করা কটাক্ষের পাল্টা জবাব দিলেন মিম সভাপতি আসাদুদ্দিন ওয়েসি। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের সভা থেকে নিমেষ নাম না করেই আক্রমণ করে বলেছিলেন,”রাজ্যে মুসিলম ভোট ভাগ করতে কোটি কোটি টাকা খরচ করে হায়দরাবাদ থেকে একটি দলকে রাজ্যে আনছে বিজেপি। পাশাপাশি লক্ষ্য হিন্দু ভোট কব্জা করা। বিহার ভোটে একই জিনিস করা হয়েছে। ওই দলটি বিজেপির বি টিম।”
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই কটাক্ষের পাল্টা জবাব দিলেন মিম সভাপতি আসাদুদ্দিন ওয়েসি। একটি সর্বভারতীয় সংবাদসংস্থাকে তিনি বলেন,”এমন কারও জন্ম হয়নি যে ওয়েসিকে টাকা দিয়ে কিনতে পারে। মমতার অভিযোগের কোনও ভিত্তি নেই। উনি এখন বেকায়দায় পড়ে গিয়েছেন। নিজের দল নিয়ে উনি এখন ভাবুন। দলের এত নেতা বিজেপিতে চলে যাচ্ছে। বিহারে আমাদের যাঁরা ভোট দিয়েছে তাদের উনি অপমান করছেন।”
শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে “মুসলিম ভোট ওঁর জাগির নয়” এই বার্তা নিয়ে ওয়েসি বলেন,”উনি ওঁর সব ক্ষোভ আমার ওপরে উগরে দিতে চাইছেন। কিন্তু ওনাকে মনে রাখতে হবে, মুসলিম ভোট ওঁর ‘জাগির’ নয়। এখনও পর্যন্ত উনি অনুগত মুসিলমদেরই দেখেছেন। যেসব মুসলিম চিন্তা করতে পারে, প্রশ্ন করতে পারে তাদের উনি পছন্দ করেন না।”