HighlightNewsদেশ

দেশে হদিশ মিলল মাঙ্কিপক্সে আক্রান্ত রোগীর! তৈরি হচ্ছে আতঙ্ক

টিডিএন বাংলা ডেস্ক: অবশেষে ভারতেও ঢুকে পড়ল মাঙ্কিপক্স। কেরালা রাজ্যের এক ব্যক্তির দেহে মাঙ্কিপক্সের হদিশ মিলেছে। সম্প্রতি ওই ব্যক্তি সংযুক্ত আরব আমিরশাহী থেকে দেশে ফিরেছেন। আর এনিয়ে রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। কেরলের স্বাস্থ্য মন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, ওই ব্যক্তি দেহের মাঙ্কিপক্সের মতো উপসর্গের দেখা মেলে। ওই রোগী মাঙ্কিপক্সেই আক্রান্ত কিনা তা পরীক্ষার জন্য কেরল প্রশাসন নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য তাকে ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে পাঠায়। পরীক্ষার পরে জানা যায় ওই ব্যক্তি মাঙ্কিপক্সেই আক্রান্ত। কেরলের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, প্রশাসনের কাছে খবর মিলেছে যে ওই ব্যক্তি বিদেশে মাঙ্কিপক্সে আক্রান্ত রোগীর সংস্পর্শে ছিলেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’ জানাচ্ছে, মাঙ্কিপক্স হল এমন একটি ভাইরাস, যা মানুষের দেহে সংক্রামিত হয় চতুষ্পদ প্রাণী থেকে। মাঙ্কিপক্সের উপসর্গ কিছুটা স্মলপক্সের মতো। তবে বিশেষজ্ঞরা বলছেন, মাঙ্কিপক্সের ক্ষতিকর প্রভাব স্মলপক্সের মতো এতটা মারাত্মক নয়। রিপোর্ট পজিটিভ আসার পর কেন্দ্র একটি বিশেষ দল গঠন করে কেরলে পাঠানো হবে বলে জানিয়েছে। দলটি কেরল সরকারকে মাঙ্কিপক্সের সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে সহায়তা করবে। বিশেষজ্ঞরা বলছেন, আগাম সকলকে এবিষয়ে সতর্ক হতে হবে। অন্যথায় একবার মাঙ্কিপক্সের ভাইরাস ছড়িয়ে পড়লে তা সামাল দেওয়া সহজ হবে না।

Related Articles

Back to top button
error: