রাজ্য

করোনা আবহে দুর্গোৎসব বন্ধ রাখার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা

টিডিএন বাংলা ডেস্ক: করোনা আবহে দুর্গোৎসব বন্ধ রাখার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের। আগামীকাল বৃহস্পতিবারই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে। হাইকোর্টে মামলা দায়ের করেছেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। তিনি জানান, “ওনাম উৎসব করে কেরালায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। পশ্চিমবঙ্গে সাড়ম্বরে দুর্গাপুজো পালনের কারণেও একই ভাবে করোনা ভাইরাসের সংক্রমণের হার লাফিয়ে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। মহামারীর আবহে মহারাষ্ট্র সরকার ইতিমধ্যে গণেশ পুজো ও মহরম নিষিদ্ধ করেছে। সেই উদাহরণ মাথায় রেখেই বাংলায় এ বছর দুর্গাপুজো পালনে উৎসব বন্ধ করার নির্দেশ জারি করা হোক।”

Related Articles

Back to top button
error: