দেশ
আনলক প্রক্রিয়ায় আগামীকালই খুলছে সিনেমা হল
টিডিএন বাংলা ডেস্ক: আনলক প্রক্রিয়ায় আগামীকালই খুলছে সিনেমা হল।সরকারি নির্দেশ অনুযায়ী, ৫০ শতাংশ দর্শক ঢুকতে পারবেন প্রতিটি শোএ। মোট সিটের অর্ধেক আসনের থেকে একটি টিকিটও বেশি বিক্রি করতে পারবেন না মালিক। দীর্ঘদিন পরে বিনোদন জগতের জন্য খুলছে সিনেমা। স্বভাবতই উচ্ছ্বসিত সিনেমাপ্রেমী মানুষজন।