HighlightNewsরাজ্যশিক্ষা ও স্বাস্থ্য

উচ্চমাধ্যমিকে দ্বিতীয় কৃষকের ছেলে আবু সামা! ভবিষ্যতে আইপিএস হওয়ার স্বপ্ন

নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা: সবাইকে চমকে দিয়ে উচ্চমাধ্যমিকে মেধাতালিকায় দ্বিতীয় স্থান অধিকার করলো কৃষকের ছেলে আবু সামা! তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৫। ভবিষ্যতে আইপিএস হওয়ার স্বপ্ন আছে আবু সামার। তার এই সাফল্যে গর্বিত তার জেলা উত্তর দিনাজপুর। আনন্দে চোখে জল এসে যায় তার কৃষক বাবা ও দাদার। উচ্ছ্বসিত তার স্কুল কানকি প্রমোদ দাসগুপ্ত মেমোরিয়াল হাইস্কুলের শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে ছাত্র-ছাত্রী সকলেই। ফুল ও মিষ্টি দিয়ে তাকে বরণ করে নেয় তার স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। যদিও এই আনন্দের দিনেও আবুর আফসোস ‘ভেবেছিলাম প্রথম হব! একটুর জন্য…’। তবে একই সঙ্গে তিনি জানিয়ে দেন এক্টুর জন্য প্রথম হতে না পারলেও তিনি খুশি এই সাফল্যে।

উত্তর দিনাজপুরের চাকুলিয়ার বাসিন্দা আবু সামার বাবা ও দাদা মাঠে চাষ করে কোনো রকমে সংসার চালান। অভাবের সংসারে খুব কষ্টের মধ্য দিয়েই পড়াশোনা চালিয়ে যেতে হয়েছে আবু সামাকে। অর্থাভাবে প্রাইভেট টিউশন ছাড়াই বাড়িতে একা একা পড়তেন তিনি। অথচ তার পড়েও তার স্বপ্ন ছিল মাধ্যমিকে প্রথম হবে। তার এই সাফল্যের পিছনে মূল ভুমিকা কার ছিল সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ”আমার নিজের সাফল্যের কৃতিত্ব আমি নিজেকেই দিতে চাই। তারপর আমার বাবা মা, তারপর আমার শিক্ষকদের।” ভবিষ্যতে কি হতে চান এমন প্রশ্নের উত্তরে প্রথমে আবু সামা কিছু বলতে চায়নি। কিন্তু পরে সাংবাদিকদের জোরাজুরিতে তিনি জানান, ইউপিএসসি পরীক্ষা দিয়ে তিনি ভবিষ্যতে আইপিএস হতে চান। ভবিষ্যতের পরীক্ষার্থীদের জন্য এই কৃতী ছাত্রের পরামর্শ, ”পরিশ্রমের কোনও বিকল্প নেই। নিজের লক্ষ্য স্থির করে সেই মতো পড়াশোনা করে এগিয়ে যেতে হবে।” ছেলের এই বিশাল সাফল্যে খুশী বাবা জাহিরুদ্দিন। বিদ্যালয়ের শিক্ষক সঞ্জয় সিনহা বলেন, “দ্বিতীয় স্থান পেয়ে সে বিদ্যালয়ের মুখ উজ্বল করেছে। সে যাতে মানুষের মত মানুষ হতে পারে এই কামনা করি।”

Related Articles

Back to top button
error: