HighlightNews

নোট বন্দির জন্য চার বছরে “ত্বরান্বিত দেশের উন্নতি”,টুইট প্রধানমন্ত্রীর; প্রতিবাদে টুইটারের নতুন ট্রেন্ড হ্যাশট্যাগ নোট বন্দি কালা দিবস

টিডিএন বাংলা ডেস্ক: একদিকে নোট বন্দির চার বছর পূর্তিতে নোট বন্দির কারণে দেশের উন্নতি ত্বরান্বিত হয়েছে বলে টুইট করে দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপরদিকে এই দিনকে ভারতীয় অর্থনীতির একটি কালা দিবস বলে উল্লেখ করে তৈরি হয়েছে টুইটারের নতুন ট্রেন্ড হ্যাশট্যাগ ব্ল্যাক ডে ইন্ডিয়া ইকোনমি হ্যান্ড নোট বন্দি কালা দিবস।

নোট বন্দির চার বছর পূর্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন একটি টুইট করে লেখেন,”ডিমনিটাইজেশন কালো টাকার পরিমাণ কম করতে,ট্যাক্স সম্মতি এবং আনুষ্ঠানিককরণ বৃদ্ধি এবং স্বচ্ছতায় উৎসাহ দেওয়ায় সাহায্য করেছে। এই ফলাফলগুলি দেশের উন্নতির জন্য সহায়ক হয়েছে।”এই টুইটার সঙ্গে নিজের বক্তব্যের সমর্থনে কিছু রিপোর্ট শেয়ার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নরেন্দ্র মোদির এই টুইটের জবাবে পাল্টা টুইট করে নোট বন্দির এই দিনকে কালা দিবস হিসেবে উল্লেখ করে টুইট করেছেন একাধিক নেটাগরিকরা। নোট বন্দির ঘোষণার সময় প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি এবং চার বছর পর এর আজকের পরিস্থিতির কথা উল্লেখ করে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন একাধিক টুইটার ব্যবহারকারী। অনেকেই লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সে সময় ৫০ দিন সময় চেয়েছিলেন দেশবাসীর কাছ থেকে আর আজ চার বছর পরে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্ষমা চাওয়া উচিত। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একাধিক মিথ্যে প্রতিশ্রুতির অভিযোগ করেছেন টুইটারেতিরা। জিএসটি, চাকরি, পিএম কেয়ার ফান্ড, পিয়াজের দাম সহ একাধিক বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া প্রতিশ্রুতিকে মিথ্যে হিসেবে উল্লেখ করে টুইটে ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা। অনেকেরই দাবি নোট বন্দির কারণেই আজ ভারতের জিএসটির এই পরিণতি হয়েছে।

 

Related Articles

Back to top button
error: