টিডিএন বাংলা ডেস্ক: একদিকে নোট বন্দির চার বছর পূর্তিতে নোট বন্দির কারণে দেশের উন্নতি ত্বরান্বিত হয়েছে বলে টুইট করে দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপরদিকে এই দিনকে ভারতীয় অর্থনীতির একটি কালা দিবস বলে উল্লেখ করে তৈরি হয়েছে টুইটারের নতুন ট্রেন্ড হ্যাশট্যাগ ব্ল্যাক ডে ইন্ডিয়া ইকোনমি হ্যান্ড নোট বন্দি কালা দিবস।
নোট বন্দির চার বছর পূর্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন একটি টুইট করে লেখেন,”ডিমনিটাইজেশন কালো টাকার পরিমাণ কম করতে,ট্যাক্স সম্মতি এবং আনুষ্ঠানিককরণ বৃদ্ধি এবং স্বচ্ছতায় উৎসাহ দেওয়ায় সাহায্য করেছে। এই ফলাফলগুলি দেশের উন্নতির জন্য সহায়ক হয়েছে।”এই টুইটার সঙ্গে নিজের বক্তব্যের সমর্থনে কিছু রিপোর্ট শেয়ার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Demonetisation has helped reduce black money, increase tax compliance and formalization and given a boost to transparency.
These outcomes have been greatly beneficial towards national progress. #DeMolishingCorruption pic.twitter.com/A8alwQj45R
— Narendra Modi (@narendramodi) November 8, 2020
নরেন্দ্র মোদির এই টুইটের জবাবে পাল্টা টুইট করে নোট বন্দির এই দিনকে কালা দিবস হিসেবে উল্লেখ করে টুইট করেছেন একাধিক নেটাগরিকরা। নোট বন্দির ঘোষণার সময় প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি এবং চার বছর পর এর আজকের পরিস্থিতির কথা উল্লেখ করে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন একাধিক টুইটার ব্যবহারকারী। অনেকেই লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সে সময় ৫০ দিন সময় চেয়েছিলেন দেশবাসীর কাছ থেকে আর আজ চার বছর পরে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্ষমা চাওয়া উচিত। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একাধিক মিথ্যে প্রতিশ্রুতির অভিযোগ করেছেন টুইটারেতিরা। জিএসটি, চাকরি, পিএম কেয়ার ফান্ড, পিয়াজের দাম সহ একাধিক বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া প্রতিশ্রুতিকে মিথ্যে হিসেবে উল্লেখ করে টুইটে ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা। অনেকেরই দাবি নোট বন্দির কারণেই আজ ভারতের জিএসটির এই পরিণতি হয়েছে।
He lied about GST
He lied about JOBS
He lied about Galwan
He lied about PM Cares
He lied about Fuel Rates
He lied about Onion Prices
He lied about 20L Cr Package
He lied about DeMonetizationIs there anything PM Modi has not lied about?#Black_Day_India_Economy
— Yogesh Meena (@YogeshM39) November 8, 2020
4th death anniversary 🙏#Black_Day_India_Economy #नोटबंदी_काला_दिवस @Budania_INC @OPNagaSikar @RameshwarDudi @Suniljhajharia_ @gauravtushir09 @SanjuVerma9462 pic.twitter.com/zRJarLR9Wd
— Rakesh Garhwal (@Rakeshnsui1) November 8, 2020
#DeMonetisation Monumental Management Failure, Organised Loot And Plunder – Manmohan Singh
4 Years of disaster #Black_Day_India_Economy#नोटबंदी_काला_दिवस pic.twitter.com/vY0rVgkMaz
— Preeti Choudhary 🏹 (@HryTweet_) November 8, 2020
On 8th nov 2016, modi gave a tuglaki farman which broke the backbone of our economy. It accomplished nothing, but destroyed everything. #SpeakUpAgainstDeMoDisaster #DeMonetisation #Black_Day_India_Economy @INCIndia @IYC @rohanrgupta @Pawankhera @srinivasiyc pic.twitter.com/mPRvE21Zk9
— Doga (@DogawithINC) November 8, 2020
He said "Give me 50 Days." Today it's the 1461th day since the organized loot and legalized plunder of the economy of our country. The people of India, especially the poor mustn't forget this black day.#Black_Day_India_Economy pic.twitter.com/GEu1RgkHiu
— Ajay Raj (@ajayrajabraham) November 8, 2020
Prime Minister Modi asked for 50 days; now Four years have gone by, still no remorse from him.
It's high time PM Modi accepted his blunder and apologized to the nation.#Black_Day_India_Economy#SpeakUpAgainstDeMoDisaster pic.twitter.com/BKtcEXzDk6
— Binoy ✋ (@Binoy_R) November 8, 2020
#Demonitisation & faulty #GST
is twin blow is a complete disaster for our economy. It has broken the back of small and medium businesses in the country#SpeakUpAgainstDeMoDisaster#Black_Day_India_Economy pic.twitter.com/E7qibZ2lGo— Shajahan Ali Ahmed (@SHAJAHAN___INC) November 8, 2020
The country whose GDP was running around 10% today has come down to 23.9% due to wrong policies.@YogeshM39 @SatynaraynMeena @YuvrajM19911211 @JephNaveen @rinkumeena0403 @DilkhushBhedoli @brajmohan_mahar @Induba744744 @ShivLal10657758 #Black_Day_India_Economy pic.twitter.com/DpE0jnMvzg
— Garima S. Korram (@Garima750) November 8, 2020