রাজ্য

হুগলীতে তৃণমূলের জেলা কমিটি ঘোষণা হতেই কোন্দল প্রকাশ্যে, দলত্যাগের হুমকি খোদ বিধায়কের

টিডিএন বাংলা ডেস্ক: হুগলী জেলায় তৃণমূলের নয়া জেলা কমিটি ঘোষণা হতেই শুরু কোন্দল। দলত্যাগের হুমকি দিলেন খোদ বিধায়ক। উল্লেখ করা যেতে পারে, রবিবার চুঁচুড়ায় হুগলি জেলা তৃণমূলের নতুন কমিটি ঘোষণা করেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটের আগে বহু নতুন মুখকে নিয়ে আসা হয়েছে কমিটি ও দায়িত্বে। জেলায় ৩১টি ব্লক টাউনের মধ্যে ১৮ টিতেই সভাপতি পরিবর্তন করা হয়েছে। পরিবর্তন হয়েছে যুব তৃণমূলেও।

এদিকে রবিবার নতুন জেলা কমিটি ঘোষণার পরেই রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। সংবাদমাধ্যমকে তিনি বলেন, “অবিলম্বে এই কমিটি যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিবেচনা করে কোনও পরিবর্তন না করে, তবে দল নিয়ে চিন্তা করে ভিন্ন দলে যেতে পারি কি না সেটা আমাদের ভেবে দেখতে হবে।” যদিও রবীন্দ্রনাথ বাবুর আপত্তির পরেই তার সঙ্গে বসে আলোচনা করে সমস্যা সমাধানের আস্বাস দিয়েছেন জেলা তৃণমূলের সভাপতি দিলীপ যাদব।

Related Articles

Back to top button
error: