ট্রেন চালু হওয়ার আগেই মাসিক পাস পুনর্নবীকরণ করতে গিয়ে লিঙ্ক ফেলিইয়রের ধাক্কা!

টিডিএন বাংলা ডেস্ক: বুধবার থেকে লোকাল ট্রেন শুরু হবার কথা। তাই হাওড়া শিয়ালদা ডিভিশনের স্টেশনে স্টেশনে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি। এই পরিস্থিতিতে লকডাউনের আগে যারা মাসিক পাস কেটে ছিলেন তাদের টিকিটের মেয়াদ ফুরিয়ে গেলেও সেই পাস জলে যাবে না বলে জানিয়েছিল রেল কর্তৃপক্ষ। সেই আশায় পাস গুলির ডেট এক্সটেন্ড করতে কাউন্টারে জান যাত্রীরা। আর সেখানেই বিপত্তি। গড়িয়া থেকে বালিগঞ্জ একাধিক স্টেশনে যাত্রীদের অভিযোগ মাসিক পাস পুনর্নবীকরণ করতে গেলে হয়ে যাচ্ছে লিঙ্ক ফেলিইয়র। বহু যাত্রী স্টেশনে এসে খোজ নিয়ে ফিরে যাচ্ছেন। হচ্ছেনা মাসিক পাস পুনর্নবীকরণের কাজ। যদিও এই সমস্যার শীঘ্রই মিটিয়ে ফেলার আশ্বাস দেয়া হয়েছে রেল কর্তৃপক্ষের তরফ থেকে।

রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, বুধবার থেকে আপাতত ৬৯৬টি লোকাল ট্রেন চলবে প্রতিদিন। এর মধ্যেই শিয়ালদা ডিভিশনে চলবে মোট ৪১৩টি ট্রেন। যার মধ্যে শিয়ালদা উত্তর ও শিয়ালদা মেন লাইনের জন্য নির্ধারিত হয়েছে ২৭০টি ট্রেন এবং শিয়ালদা দক্ষিণ শাখার জন্য নির্ধারিত হয়েছে ১৪৩টি ট্রেন। হাওড়া ডিভিশনে চলবে মোট ২০২টি লোকাল ট্রেন এবং বাকি ৮১টি ট্রেন চলবে খড়্গপুর ডিভিশনে।

রেলের প্রস্তুতি খতিয়ে দেখতে আজ ১০ জেলার পুলিশ সুপার ও জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করবেন মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব। নবান্ন সূত্রে জানা গিয়েছে লোকাল ট্রেন চালানোর সময় কোন কোন বিষয়ের উপরে বেশি নজর দিতে হবে, ভীর কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে, কিভাবে করোনা বিধি মেনে চলা সম্ভব হবে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হতে পারে এই বৈঠকে।