HighlightNewsদেশ

কেরলে স্থানীয় স্তরে ওয়েলফেয়ার পার্টির সঙ্গে জোট করছে কংগ্রেস

টিডিএন বাংলা ডেস্ক: স্থানীয় পর্যায়ে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার সাথে জোটবদ্ধ হতে সম্প্রতি কেরল প্রদেশ কংগ্রেসের হেডকোয়ার্টার ইন্দিরা ভবনে বৈঠক করেন দলের শীর্ষ স্তরিয় নেতারা। তবে পিসি থমাসকে ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টে অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর কারণ হিসেবে বলা হয়েছে ফ্রন্টে যাওয়ার অনুমতি দেওয়ার আগে তাঁকে কেরলের কংগ্রেসের পিজে জোসেফ গোষ্ঠীর (মণি) তাঁর দলকে একীভূত করতে হবে।

প্রদেশ কংগ্রেসের হেডকোয়ার্টারে বৈঠক শেষে কর্ণাটক প্রদেশ কংগ্রেস সভাপতি মোল্লাপাল্লি রামচন্দ্রন সাংবাদিকদের উদ্দেশ্যে জানিয়েছেন, এই স্থানীয় জোটের নির্বাচনী প্রচারের জন্য স্লোগান হবে, দুর্নীতির বিরুদ্ধে একটি ভোট’ যার সাহায্যে বিরোধীরা সোনার চোরাচালানের মামলা, লাইফ মিশন কেলেঙ্কারি এবং বেণেশ কোদিয়ারির বেঙ্গালুরু মাদক মামলায় জড়িত থাকার অভিযোগ তুলে ধরা হবে শাসকদল পিডিএফের বিরুদ্ধে।

এদিকে ডব্লিউপিওআই-এর সঙ্গে এভাবে জোট বদ্ধ হওয়ার জন্য শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন বরিষ্ঠ কংগ্রেস এমএলএ ভি ডি সাথিসন। যদিও বিরোধী দলনেতা রমেশ চেন্নিথালা জানিয়েছেন, ডাবলু বি আই এর সঙ্গে এই জোট শুধুমাত্র স্থানীয় স্তরের এবং স্থানীয় নির্বাচনের লক্ষ্যে এই সম্বন্ধে প্রয়োজন মতন দলের সমস্ত স্তরের কর্মীদের এবং সমর্থকদের জানিয়ে দেওয়া হবে।

Related Articles

Back to top button
error: