ডোমজুড়ে আগুনে পুড়ে ছাই হয়ে গেল পরপর ছয়টি কারখানা

প্রতীকী ছবি

টিডিএন বাংলা ডেস্ক: হাওড়ার ডোমজুড়ের ভাসকুর বেলতলা এলাকায় পরপর ছয়টি কারখানা আগুনে পুড়ে ছাই হয়ে গেল।সোমবার ভোর সাড়ে চারটে নাগাদ প্রথমে একটি কারখানায় আগুন লাগে এরপর ছড়িয়ে পড়ে বাকি পাঁচটি কারখানায়। দমকল সূত্রে জানা গিয়েছে মূলত শর্ট সার্কিটের কারণেই ঘটেছে এই অগ্নিকাণ্ড। দমকলের প্রায় ছটি ইঞ্জিন কয়েক ঘন্টার প্রচেষ্টায় ওই আগুন আয়ত্তে আনে। যদিও আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ভষ্মিভূত হয়ে যায় ওই ছটি কারখানা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই কারখানা গুলি মূলত প্লাস্টিকের সামগ্রী এবং চানাচুর ইত্যাদি প্রস্তুতের কারখানা ছিল যে কারণে প্রচুর পরিমাণে দাহ্য বস্তু মজুদ করা ছিল কারখানাগুলোতে। তাই শর্ট-সার্কিট হওয়ার সাথে সাথে দাউদাউ করে জ্বলে ওঠে একের পর এক ছয়টি কারখানা।