HighlightNewsরাজ্য

খাটলো না করোনা বাহানা; শেষমেষ কলকাতার সিবিআই দপ্তরে সারেন্ডার করতেই হলো গরু পাচার কাণ্ডে ধৃত এনামুল হককে

টিডিএন বাংলা ডেস্ক: করোনা আক্রান্ত হয়েছেন, তাই সিবিআই অফিসে ঢুকতে পারবেন না বলে নিজাম প্যালেসের সামনে গাড়ির ভেতর থেকেই সিবিআই অফিসারদের ফোন করে জানিয়ে দেন গরু পাচার কাণ্ডে ধৃত এনামুল হক। তার এই দাবি সোমেনের রিপোর্ট দেখতে চাইলে যদিও রিপোর্ট দেখাতে পারেননি তিনি। এরপর বাধ্য হয়েই গুটিগুটি পায়ে প্রবেশ করতে হয় কলকাতার সিবিআই দপ্তরে।

প্রথমে দিল্লিতে সিবিআইএর কাছে গ্রেফতার হন এনামুল হক।এরপর দিল্লির বিশেষ সিবিআই আদালত আজ বেলা ১২টা পর্যন্ত তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে এবং নির্দেশ দেয় যে, এই সময়ের মধ্যে কলকাতার সিবিআই দপ্তর সারেন্ডার করতে হবে এনামুল হককে। সেইমতো এদিন বেলা পৌনে এগারটা নাগাদ নিজাম প্যালেসে কলকাতার সিবিআই দপ্তরে এসে পৌছল এনামুল হক। কিন্তু দপ্তরে প্রবেশ না করে নিজাম প্যালেসের সামনেই গাড়ি দাঁড় করিয়ে গাড়ির ভেতর থেকেই সিবিআই অফিসার দের ফোন করে নিজের করোনা আক্রান্ত হওয়ার কথা জানান এনামুল হক। তবে বিনা রিপোর্টে তার এই দাবি আদতে ধোপে টেকে না। তাই বাধ্য হয়েই কলকাতায় সিবিআই দপ্তরে প্রবেশ করতে হয় এনামুল হককে।

Related Articles

Back to top button
error: