টিডিএন বাংলা ডেস্ক: একদিকে যখন দেশজুড়ে “লাভ জিহাদ” নিয়ে সরব হয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলি ঠিক সেই সময়ই মহিলাদের নিজেদের ইচ্ছেমতো সঙ্গী বেছে নেওয়া এবং যেখানে ইচ্ছে, যার সাথে ইচ্ছে বসবাস করার স্বাধীনতার পক্ষে রায় দিল দিল্লি হাইকোর্ট। এদিন এক ২০ বর্ষীয় মহিলার তার স্বামীর সাথে পুনরায় মেলবন্ধন ঘটানোর মামলায় এই রায় দেয় দিল্লি হাইকোর্ট।
এদিন বিচারপতি বিপিন সঙ্ঘী ও বিচারপতি রজনীশ ভট নগরের বেঞ্চ সুলেখা নামে ওই যুবতীকে তার স্বামী বাবলুর সাথে থাকার অনুমতি দেয়। সুলেখার পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছিল,যে সময় বাবলুর সাথে সুলেখার বিয়ে হয়েছিল সেই সময় সুলেখা অপ্রাপ্তবয়স্ক ছিল এবং তাকে অপহরণ করে নিয়ে গিয়েছিল বাবলু। যদিও এদিন ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সুলেখার সাথে কথোপকথনের পর বিবাহের সময় সুলেখা অপ্রাপ্তবয়স্ক ছিলনা এই বিষয়টি সম্পর্কে নিশ্চিত হবার পর পরিবারের তরফ থেকে করা ওই মামলা খারিজ করে দেয় আদালত।শুধু তাই নয় সুলেখাকে তার বাড়ি থেকে বাবলুর বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয় পুলিশকে।