কৃষকদের দিল্লি অভিযান রুখতে চললো জল কামান-টিয়ার, রণক্ষেত্র হরিয়ানা!

ছবি টুইটার থেকে।

টিডিএন বাংলা ডেস্ক: নতুন কৃষি আইনের প্রতিবাদে ধর্মঘটের দিনে কৃষকদের দিল্লি অভিযানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠলো হরিয়ানা। বিক্ষোভকারী কৃষকদের আটকাতে জল কামান ও টিয়ার গ্যাস ব্যবহারের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। মিছিলে উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান, উত্তরাখণ্ড, কেরল এবং পাঞ্জাব সহ বিভিন্ন রাজ্যের কৃষকরা সামিল হয়ে কেন্দ্রের নয়া কৃষক নীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।