HighlightNewsরাজ্য

উত্তরবঙ্গের নির্মীয়মাণ জাতীয় সড়কে ধস, শাকসব্জি গাড়ি আটকে পড়ায় ক্ষতিগ্রস্থ কৃষকরা

টিডিএন বাংলা ডেস্ক: উত্তরবঙ্গের বাগরাকোটের ওদলাবাড়ির কাছে নির্মীয়মাণ ৭১৭এ জাতীয় সড়কে নামল ভয়াবহ ধস। আর সেই ধসের কারণে শাকসব্জি বোঝাই করা গাড়িগুলি আটকে পড়ে। যার ফলে তারা আর সেগুলিকে বাজারে বিক্রী করতে পারেনি। এই ঘটনায় ক্ষতিগ্রস্থ কৃষকরা তাদের ক্ষোভ উগড়ে দেন নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে। নির্মাণকারী সংস্থার গাফিলতির কারণেই এই ধস নেমেছে বলে অভিযোগ করেছেন কৃষকরা। তাদের অসাবধানতা ও অবহেলার কারণে প্রত্যেক বর্ষাতেই সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষদের এমনই অভিযোগ তাদের।

জানা গিয়েছে, উত্তরবঙ্গের বাগরাকোট থেকে সিকিম যাওয়ার জন্য তৈরি হচ্ছে ৭১৭এ জাতীয় সড়ক। এই সড়ক পথটিই আবার বাগরাকোটের ওদলাবাড়ির কাছের চুইখিম, বরবট, নিমবঙ, গেশক প্রভৃতি গ্রামগুলির জন্য যোগাযোগ ব্যবস্থার মাধ্যম। কিন্তু নির্মীয়মাণ সেই সড়কে ধস নামার ফলে কাদামাটিতে আটকে যায় রাস্তা। আটকে পড়ে বহু গাড়ি, ট্রাক। যার কারণে নষ্ট হয়ে যায় শাকসব্জি। যেহেতু নির্মাণকারী সংস্থার গাফিলতির কারণেই এই বিপত্তি তাই তাদের থেকেই ক্ষতিপূরণের আদায় করার দাবি নিয়ে বিক্ষোভ দেখান ক্ষতিগ্রস্থ কৃষকরা।

Related Articles

Back to top button
error: