HighlightNewsদেশ

৩০ বছর পর যজ্ঞ হল কাশ্মীরের মার্তন্ড সূর্য মন্দিরে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পুরোহিতরা পাঠ করলেন হনুমান চালিশা

টিডিএন বাংলা ডেস্ক: ৩০ বছর পর ফের পূজা-অর্চনা-যাগ-যজ্ঞ করা হল জম্মু কাশ্মীরের অনন্তনাগের প্রাচীন মর্তন্ড সূর্য মন্দিরে। প্রায় তিন দশক পরে রবিবার আয়োজিত ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পুরোহিতরা। উপস্থিত ছিলেন উপ-রাজ্যপাল মনোজ সিনহা, স্থানীয় বাসিন্দারা এবং কাশ্মীরি পণ্ডিতরা। সবাই মিলে সমবেতভাবে ভুস্বর্গের শান্তি এবং সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন। উল্লেখ্য, এই মন্দিরে শেষ যজ্ঞ হয়েছিল ১৯৯০ সালে।

জানা গিয়েছে, জম্মু-কাশ্মীরের এই মন্দিরটি অষ্টম শতাব্দীতে তৈরী হয়েছিল৷ ভারতের সুর্য মন্দিরগুলির মধ্যে এটি প্রাচীনতম এবং অমূল্য প্রাচীন আধ্যাত্মিক ঐতিহ্যের প্রতীক। এটি হিন্দু ধর্মের প্রধান সৌর দেবতা সূর্যকে উৎসর্গ করা হয়েছিল। তথ্য অনুসারে, মার্তন্ড সূর্য মন্দিরটি খ্রিস্টীয় অষ্টম শতাব্দীতে ললিতাদিত্য মুক্তপিদ দ্বারা নির্মিত হয়েছিল। তবে, ১৩৮৯ থেকে ১৪১৩ সালের মধ্যে এই মন্দির ধ্বংস করার একাধিক প্রচেষ্টা করা হয়। শেষবার ১৯৯০ সালে এই মন্দিরে পূজা এবং যজ্ঞ অনুষ্ঠিত হয়। সেসময় স্থানীয় বাসিন্দা এবং পুরোহিতরা মিলিতভাবে সূর্য পূজা ও যজ্ঞ করতেন। তবে ১৯৯০ সালের পর থেকে এত বছর এই মন্দিরটি একপ্রকার পরিত্যক্ত হয়েই পড়েছিল। বর্তমানে মন্দিরটির ভগ্নপ্রায় দশা হয়ে রয়েছে, কিন্তু একসময় এই মন্দির কাশ্মিরীদের কাছে গর্বের বিষয় ছিল। রবিবার দীর্ঘ তিরিশ বছরের মধ্যে প্রথমবার স্থানীয় বাসিন্দারা, কাশ্মিরী পণ্ডিতরা এবং পুরোহিতরা পূজা ও যজ্ঞ করলেন ওই মন্দিরে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পুরোহিতরা পাঠ করলেন হনুমান চালিশা।

Related Articles

Back to top button
error: