HighlightNewsআন্তর্জাতিক

মাসজিদুল আকসায় আক্রমণের পর এবার ফিলিস্তিনি ভূখণ্ডে বিমান হামলা ইসরাইলের

টিডিএন বাংলা ডেস্ক : মাসজিদুল আকসায় ইসরাইলের আক্রমণের ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে বিশ্ব ব্যাপী। এরই মধ্যে সমস্ত সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে এবার সরাসরি গাজা উপত্যকা লক্ষ্যে বিমান হামলা চালালো ইসরাইল। মঙ্গলবার সকালেই গাজা উপত্যকায় এই বিমান হামলা চালায় ইসরাইল। বিগত কয়েকমাসের মধ্যে এটি ছিল তাদের প্রথম বিমান হামলা। মাসজিদুল আকসায় আক্রমণের জবাবে ইসরাইলকে সতর্ক করতে ফিলিস্তিন ভূখণ্ড থেকে চালানো রকেট হামলার জবাবে তারা এ বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইসরাইল।

ইসরাইলের সামরিক বাহিনী একটি বিবৃতি দিয়ে জানায়, ‘গাজা উপত্যকা থেকে ছোড়া একটি রকেট ইসরাইল ভূখণ্ডে আঘাত হানে। রকেটটি আইরন ডোম ডিফেন্স সিস্টেমের সাহায্যে ঠেকিয়ে দেয়া হয়।’ খবরে প্রকাশ, ইসলামি গ্রুপ হামাস নিয়ন্ত্রিত এ উপত্যকা থেকে রকেট হামলার পর সোমবার রাতে ইসরাইলের দক্ষিণাঞ্চলে সতর্ক সংকেত বাজানো হয়। গত জানুয়ারির পর এ ধরনের প্রথম ঘটনা এটি। ইসরাইলি বিমানবাহিনী জানায়, ফিলিস্তিনি ভূখণ্ড থেকে রকেট হামলার জবাবে তারা হামাসের একটি অস্ত্র তৈরির কারখানায় বিমান হামলা চালিয়েছে।

Related Articles

Back to top button
error: