‘অগ্নিপথ’ আরএসএসের গোপন কর্মসূচি, অগ্নিবীরদের নাৎসি বাহিনীর মতো ব্যবহার করা হতে পারে, আশঙ্কা প্রাক্তন মুখ্যমন্ত্রী কুমারস্বামীর

টিডিএন বাংলা ডেস্ক: ‘অগ্নিপথ’ বিরোধী বিক্ষোভে উত্তাল গোটা দেশ। পুড়ছে ট্রেন, বাস, গাড়িঘোড়া। এবার সেই ‘অগ্নিপথ’ প্রকল্পকে আরএসএসের গোপন কর্মসূচি বলে মন্তব্য করে বপাকে পড়লেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী। শুধু তাই নয় তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে, অগ্নিবীরদের নাৎসি বাহিনীর মতো ব্যবহার করা হতে পারে।

এদিন এইচডি কুমারস্বামী বলেন, “অগ্নিপথ যোজনা হচ্ছে আরএসএসের একটি লুকনো কর্মসূচি। এর মাধ্যমে সেনাকে নিজেদের কব্জায় নিতে চাইছে সংঘ। তুলনা টানলে জার্মানির নাৎসি পার্টির সঙ্গে। আর এই নিয়োগের ক্ষেত্রে প্রধান ভূমিকা নিতে পারে আরএসএস।” কুমারস্বামী আরও বলেন, “চার বছর পর প্রায় সাড়ে সাত লাখ অগ্নিবীরকে নাৎসি আমলের মতো ব্যবহার করা হবে।”