Highlightদেশ

উত্তরপ্রদেশ বিধানসভার বিরোধী দলনেতা হচ্ছেন অখিলেশ যাদব

টিডিএন বাংলা ডেস্ক: উত্তর প্রদেশ বিধানসভায় বিরোধী দলনেতা হতে চলেছেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব। দলের এক মুখপাত্র এদিন জানিয়েছেন, সমাজবাদী পার্টির ১১১জন বিধায়ক সর্বসম্মতিক্রমে অখিলেশ যাদবকে দলের কার্যনির্বাহী কমিটির নেতা হিসেবে নির্বাচন করেছেন। সমাজবাদী পার্টির ওই মুখপাত্র আরো জানিয়েছেন, অখিলেশ যাদব এবিষয়ে সমাজবাদী পার্টির সঙ্গে জোটবদ্ধ অন্যান্য বিরোধী দলগুলির নেতাদের সঙ্গেও আলোচনা করবেন।
প্রসঙ্গত, চলতি সপ্তাহের শুরুতেই আজমগড়ের সাংসদ পদ থেকে পদত্যাগ করেছেন ময়নপুরী জেলার কারহাল থেকে নির্বাচিত বিধায়ক অখিলেশ যাদব। সূত্রের খবর অনুযায়ী, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব ২০২৭ সালের নির্বাচনকে মাথায় রেখে বিধানসভায় বিজেপির বিরুদ্ধে ঘুঁটি সাজিয়ে লড়াই করার প্রস্তুতি নিচ্ছেন। সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন অখিলেশ যাদব যদিও ৪০৩ আসনের উত্তরপ্রদেশ বিধানসভায় ১১১ টি আসন জিতে দ্বিতীয় স্থান অর্জন করেছে সমাজবাদী পার্টি। অন্যদিকে, রেকর্ডসংখ্যক ভোটে জিতে রাজ্যে ফের ক্ষমতায় ফিরে এসেছে বিজেপি। এই পরিস্থিতিতে আগামী বিধানসভা নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে নিজের রণনীতি প্রস্তুত করতেই ব্যস্ত অখিলেশ যাদব।

Related Articles

Back to top button
error: