Highlightদেশ

মৃত মেয়ের শব কাঁধে ১০ কিলোমিটার পথ হাঁটলেন বাবা, ভাইরাল ভিডিও; তদন্তের নির্দেশ দিল সরকার

টিডিএন বাংলা ডেস্ক: সময়টা উনিশ শতকের নয়। আজকের। ২০২২ সালের চিত্র। আর তাই বোধ হয় এতটা ‘অস্বস্তিকর’। আজকের যুগে মৃত মেয়ের শব কাঁধে কোন বাবাকে ১০ কিলোমিটার পথ হেঁটে যেতে দেখা কোন স্বাভাবিক ঘটনা নয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে এমনই একটি অস্বস্তিকর ছবি উঠে এসেছে। জানা গিয়েছে, ছত্তিশগড়ের সরগুজা জেলার আমডালা গ্রামের বাসিন্দা ঈশ্বর দাস শুক্রবার সকালে তাঁর সাত বছরের মৃত কন্যা সুরেখার দেহ লখনপুর কমিউনিটি হেল্থ সেন্টার থেকে বয়ে নিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময়ে ওই ভিডিওটি তোলা হয়। এই ভিডিওটি প্রকাশ্যে আসতে প্রশ্নের মুখে পড়েছে ওই হেল্থ সেন্টারের কর্তৃপক্ষ। এই ঘটনায় ছত্রিশগড়ের স্বাস্থ্যমন্ত্রী টিএস সিং দেও-র কাছে দ্রুত পদক্ষেপের আর্জি জানিয়ে একাধিক পোস্ট করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
যদিও হাসপাতাল কর্তৃপক্ষের মন্তব্য অনুযায়ী, শববাহী গাড়ি আসার আগেই মৃত মেয়ের দেহ নিয়ে বেরিয়ে গিয়েছিলেন ঈশ্বর দাস। ওই হেল্থ সেন্টারের রুরাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ডক্টর বিনোদ ভার্গভ সংবাদমাধ্যমকে জানিয়েছেন,”মেয়েটির অক্সিজেন লেভেল খুব কম, ষাটের কাছাকাছি ছিল। তার বাবা-মায়ের মতে গত কয়েকদিন ধরে সে প্রচন্ড জ্বরে ভুগছিল। জরুরী চিকিৎসা শুরু হয়ে গিয়েছিল কিন্তু তার অবস্থার অবনতি হতে থাকে এবং সে সকাল ৭:৩০ নাগাদ মারা যায়।”তিনি আরো বলেন,”আমরা পরিবারের সদস্যদের জানিয়েছিলাম যে শববাহী গাড়ি খুব তাড়াতাড়ি এসে পৌঁছবে। প্রায় ৯:২০ নাগাদ তা আসে কিন্তু ততক্ষণে তারা দেহ নিয়ে রওনা হয়ে গিয়েছিল।”
এই ঘটনা প্রকাশ্যে আসার পর ছত্তিশগড়ের স্বাস্থ্যমন্ত্রী টি এস সিং দেও জেলার প্রধান চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিকদের এই বিষয়ে তদন্ত এবং জরুরি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। সংবাদমাধ্যমকে দেওয়া একটি বয়ানে স্বাস্থ্য মন্ত্রী জানান,”ভিডিওটি আমি দেখেছি। এটা খুবই অস্বস্তিকর। আমি সিএমএইচওকে বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিতে বলেছি। আমি তাঁদের বলেছি যাঁরা ওখানে দায়িত্বে রয়েছেন কিন্তু তাঁরা দায়িত্ব পালন করতে পারছেন না তাঁদের সরিয়ে দেওয়া উচিত।”

Related Articles

Back to top button
error: