টিডিএন বাংলা ডেস্ক : আইপিএলের প্রথম ম্যাচেই ধাক্কা খেল বর্তমান চ্যাম্পিয়নরা। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে আজ ঝড় তুলেছিলেন মহেন্দ্র সিং ধোনি। ৭ চার ও ১ ছক্কায় অপরাজিত অর্ধশতকে চেন্নাই সুপার কিংসকে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছিলেন ধোনি।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই রিতুরাজ গায়কোয়াড় এবং ডেভন কনওয়ের উইকেট হারিয়ে বিপদে পড়ে। গায়কোয়াড় শূন্য রানে আউট হয়ে যান। কনওয়ে করেন ৩ রান।
এরপর রবিন উথাপ্পা ২৮, আম্বাতি রাইডু ১৫ রান করেন। ইনিংস বড় করতে পারেননি কেউ। শিবাম দুবে আউট হন ৩ রানে ৩৮ বলে ৭ বাউন্ডারি ও ১ ছক্কায় ৫০ রান করে অপরাজিত থাকেন ধোনি। ২৮ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন নতুন অধিনায়ক জাদেজাও।
কলকাতার হয়ে উমেষ যাদব ২টি, বরুন চক্রবর্তি এবং আন্দ্রে রাসেল নেন ১টি করে উইকেট। তবে সুনিল নারিন উইকেট না পেলেও ৪ ওভারে দেন মাত্র ১৫ রান। উমেষ যাদব ২ উইকেট নিলেও ৪ ওভারে মাত্র ২০ রান দেন।