Highlightদেশ

দু’দিনের ভারত বনধের ডাক দিল সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন, সমর্থন জানিয়েছে অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন

টিডিএন বাংলা ডেস্ক: কেন্দ্র সরকারের ঘোষিত নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে দু’দিনের জন্য সারা ভারত জুড়ে বন্ধের ডাক দিল কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন। এই বনধকে সমর্থন জানিয়েছে অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী সোমবার এবং মঙ্গলবার এই দুদিন ভারত বনধের ডাক দেওয়া হয়েছে। এই ধর্মঘট ডাকার কারণ হিসেবে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছে, কেন্দ্র সরকারের ঘোষিত নীতি শ্রমিক, কৃষক এবং সাধারণ মানুষকে সমস্যায় ফেলছে। কেন্দ্র সরকারের এই নীতির প্রতিবাদে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির একটি যৌথ ফোরাম এই ধর্মঘটের ডাক দিয়েছে। অন্যদিকে, ব্যাংক ইউনিয়নগুলি সরকারি খাতের ব্যাঙ্কের বেসরকারিকরণের কেন্দ্র সরকারের পরিকল্পনা এবং ব্যাংকিং আইন সংশোধনী বিল ২০২১-এর প্রতিবাদে এই ধর্মঘটে অংশ নিচ্ছে বলে জানিয়েছে।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে তাদের গ্রাহকদের একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, আগামী সোমবার এবং মঙ্গলবার ব্যাঙ্কিং পরিষেবা প্রভাবিত হতে পারে। ব্যাংক ছাড়াও ইস্পাত, তেল টেলিকম, কয়লা, ডাক, আয়কর, তামা এবং বীমার মতো অন্যান্য খাতের শ্রমিকরা এই ধর্মঘটে অংশ নেবেন বলে আশা করছে ট্রেড ইউনিয়নগুলি। একইসঙ্গে, রেলওয়ে এবং প্রতিরক্ষা ক্ষেত্রের ইউনিয়নগুলির তরফ থেকেও এই ধর্মঘটকে সমর্থন জানানো হবে বলে আশাবাদী কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন।
ইতিমধ্যেই, সড়কপথ, পরিবহন শ্রমিক ও বিদ্যুৎ শ্রমিকরা এই ধর্মঘটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে।
এই ধর্মঘটের কথা প্রকাশ্যে আসতে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কর্মচারীদের সোমবার এবং মঙ্গলবার ডিউটিতে আশা বাধ্যতামূলক ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, ভারত বন্ধ সত্ত্বেও সমস্ত রাজ্য সরকারি অফিস খোলা থাকবে। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বলা হয়েছে, ২৮ ও ২৯ মার্চ কর্মচারীদের নৈমিত্তিক ছুটি বা আধা দিনের ছুটি দেওয়া হবে না। একইসঙ্গে বলা হয়েছে, এই দুইদিন কর্মচারীদের অনুপস্থিতির জন্য বেতন কাটা হবে।
অপরদিকে, ভারতীয় মজদুর সংঘের তরফ থেকে ঘোষণা করা হয়েছে আগামীকাল এবং মঙ্গলবার তারা এই বনধে অংশগ্রহণ করবেন না। সংঘের তরফ থেকে আরও বলা হয়েছে, এই বনধ কিছু নির্দিষ্ট রাজনৈতিক দলের স্বার্থসিদ্ধির জন্য ঘোষণা করা হয়েছে। যদিও অল ইন্ডিয়া আনঅর্গানাইজ্ড ওয়ার্কার্স এ্যান্ড এম্প্লয়িস্ (অল ইন্ডিয়া অসংগঠিত শ্রমিক ও কর্মচারী)কংগ্রেসের তরফ থেকে ভারত বনধকে সমর্থনের বার্তা জানানো হয়েছে।

Related Articles

Back to top button
error: