রাজ্য

সর্ব ভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষায় চমকপ্রদ সাফল্য সায়ন আলীর, সংবর্ধনা দিলো কলরব

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: এবছর সর্ব ভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষায় চমকপ্রদ সাফল্য পেয়েছে উত্তর ২৪ পরগনা জেলার গুরুত্বপূর্ণ প্রত্নস্থল চন্দ্রকেতুগড় সংলগ্ন বেড়াচাঁপার কৃতি সন্তান সায়ন আলী। ৭২০ এর মধ্যে ৬৭৫ নম্বর পেয়ে ৯৯৫ তম স্থান অধিকার করেছে সে। আর প্রতিবছরের রীতিমতো সেই কৃতি সন্তানকে সংবর্ধনা প্রদান করলো কলরব এডুকেশনাল অ্যান্ড কালচারাল সোসাইটি। এদিন সায়ন আলীর বাড়ি গিয়ে তাকে সংবর্ধনা প্রদান করে ওই সংস্থা। জানা গিয়েছে, সায়ন আলি এবার সর্ব ভারতীয় মেডিক্যাল এন্ট্রান্স পরীক্ষায় ৬৭৫ পেয়ে ৯৯৫ তম স্থান অধিকার করেছে। বারাসাত গান্ধী স্কুল থেকে গত বছর উচ্চ মাধ্যমিক পাশ করে মেডিকেলের প্রস্তুতি নেয় সে। বাবা-মা সায়নের সুবিধার্থে বারাসাতে ঘর ভাড়া নিয়ে থাকতেন। সায়নের বাবা শিক্ষক মোহাম্মদ রফিক জানান, ‘ছেলের এই সাফল্যে আমরা খুব খুশি। আমার খুব ইচ্ছে ও ভুবনেশ্বর এইমসে পড়ুক।’ সায়নের মা হাফিজা বিবি জানান, ‘আমি অনেক আগে থেকেই চাইতাম আমার ছেলে বড় ডাক্তার হোক। এটা অবশ্যই ওর চাওয়া। ও চেয়েছে পরিশ্রম করেছে তার ফল পেয়েছে।’

এদিন কলরব পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সম্বর্ধনা কমিটির কার্যকরী সভাপতি শিক্ষক রেজাউল হক ও কলরব এডুকেশনাল অ্যান্ড কালচারাল সোসাইটির সম্পাদক মোঃ রফিউল্লাহ। পরে টিডিএন বাংলাকে রেজাউল হক জানান, ‘সায়ন আলি খুব ভাল ফল করেছে। আমরা ওকে সম্বর্ধিত করতে পেরে গর্বিত।’ কলরব পরিবারের পক্ষ থেকে মোঃ রফিউল্লাহ সায়নকে উত্তরীয় পরিয়ে সম্বর্ধিত করেন। পাশাপাশি তার হাতে পুস্প স্তবক, মিষ্টির প্যাকেট, কলরব সাহিত্য পত্রিকা, কলরবের মুখাবরণ তুলে দেওয়া হয়। কলরবের সম্পাদক মোঃ রফিউল্লাহ জানান, ‘প্রতি বছর খুব বড় করে আমরা সম্বর্ধনা প্রদান অনুষ্ঠান আয়োজন করে থাকি। এবার করোনার কারণে এমন বিক্ষিপ্তভাবেই করতে হচ্ছে। কিছুদিন আগেই কলরব সাহিত্য পত্রিকার চতুর্থ সংখ্যার ই-বুক অনলাইনে প্রকাশ পেয়েছে। কলরব এভাবেই ছাত্রছাত্রীদের উৎসাহ দিয়ে যাবে। ছাত্রছাত্রীদের যে কোন সমস্যায় তাদের পাশে দাঁড়াবে।’

Related Articles

Back to top button
error: