দেশ

এলজেপি ক্ষমতায় এলে তদন্ত হবে সাতটি সিদ্ধান্ত গ্রহণ কেলেঙ্কারি কাণ্ডের, দোষী সাব্যস্ত হলে জেলে যাবেন নীতিশ কুমার; হুংকার চিরাগ পাসোয়ানের

টিডিএন বাংলা ডেস্ক: বক্সারের একটি নির্বাচনী জনসভা থেকে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে সরাসরি আক্রমণের হুংকার ছাড়লেন এনজেপি সভাপতি চিরাগ পাসোয়ান। তিনি বলেন, সাতটি সিদ্ধান্ত গ্রহণ কেলেংকারী কান্ডের তদন্ত হবে। ওই ঘোটালা কোনো আধিকারিক করে থাকুন কিংবা খোদ মুখ্যমন্ত্রী, এলজেপির সরকার গঠিত হলে সমস্ত দোষীদের জেলে পাঠানো হবে।

শুধুমাত্র ঐ নির্বাচনী সভা থেকেই নয়, সাত সিদ্ধান্ত গ্রহণ কেলেংকারী কান্ড তদন্তের কথা এলডিপির ইশতেহারেও প্রকাশ করা হয়েছে। বক্সারের একটি নির্বাচনী সভা থেকে চিরাগ পাসোয়ান আরো বলেন,”যে মুখ্যমন্ত্রী যুব বিরোধী, যে মুখ্যমন্ত্রী বিহারকে বরবাদ করে দেন, যিনি যুবকদের পালাতে বাধ্য করেন তাঁর মুখ্যমন্ত্রী হয়ে থাকার অধিকার রয়েছে?”শুধু তাই নয় ওই জনসভা থেকে “নীতিশ মুক্ত সরকার” গঠন করার জন্য জনমত আহ্বান করেন চিরাগ পাসোয়ান। এর আগেও চিরাগ পাস্বান নীতীশ কুমারের বিরুদ্ধে আক্রমনাত্মক রূপ দেখিয়েছেন। এমনকি তিনি দাবি করেছেন যে, নির্বাচনের পর বিহারে এলজিপি এবং বিজেপির মিলিত সরকার গঠিত হবে।

Related Articles

Back to top button
error: