দেশ

অবশেষে বাধ্য হয়ে দাড়ি কেটেই চাকুরীতে যোগ দিলেন উত্তরপ্রদেশের বরখাস্ত হওয়া এসআই ইন্তেসার আলি

টিডিএন বাংলা ডেস্ক: অবশেষে বাধ্য হয়ে দাড়ি কেটেই চাকুরীতে যোগ দিলেন উত্তরপ্রদেশের বরখাস্ত হওয়া এসআই ইন্তেসার আলি। রবিবার এক নোটিস জারি করে তাঁকে কাজে পুর্নবহাল করার কথা জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। উল্লেখ্য, সম্প্রতি দাঁড়ি রাখার অপরাধে উত্তরপ্রদেশের বাগপত জেলার রামলালা থানার সাব ইনস্পেক্টর ইন্তেসার আলি কে সাসপেন্ড করা হয়। যা নিয়ে দেশজুড়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে উত্তরপ্রদেশ প্রশাসন। কিন্তু কিছুতেই কিছু হয়নি। বাধ্য হয়ে দাড়ি কেটেই চাকুরীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। বাগপত জেলার পুলিশ সুপার অভিষেক সিং সংবাদ মাধ্যমকে জানান, ‘ঊর্ধতন কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই দাড়ি রাখার জন্য বাগপত জেলার এক সাব ইনস্পেক্টর ইন্তেসার আলিকে সাসপেন্ড করা হয়েছিল। আজ তিনি আমার কাছে লিখিত আবেদন করেছেন যে পুলিশ ম্যানুয়াল মেনে তিনি দাড়ি কাটতে রাজি আছেন। তাই সাসপেনশন প্রত্যাহার করে তাঁকে ফের কাজে যোগ দিতে বলা হয়েছে।’

Related Articles

Back to top button
error: