দেশ

আমরা শিশু নই, যে কেউ আমাদের বিভ্রান্ত করে দেবেন; মোহন ভাগবতের সিএএ নিয়ে মন্তব্যের পাল্টা জবাব দিলেন আসাদুদ্দীন ওয়েসি

টিডিএন বাংলা ডেস্ক: বিজয়া দশমীতে আয়োজিত আরএসএসের হেডকোয়ার্টারে অস্ত্র পূজার অনুষ্ঠানে মোহন ভাগবত বলেন নাগরিকত্ব সংশোধনী আইন ও সংসদ এর পুরো প্রক্রিয়ার পরে পাস হয়েছে। এই আইনের বিরোধীরাও ছিলেন। রাজনীতিতে এমন হয়ে থাকে। এমন পরিস্থিতি তৈরি করা হয়েছিল যেন, এ দেশে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি না পায়, সেই জন্য এই আইন আনা হয়েছে, যা নিয়ে বিক্ষোভ দেখানো হয়।মোহন ভাগবতের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করে এআইএমআইএমএর সভাপতি তথা লোকসভার সাংসদ আসাদউদ্দিন ওয়েসি টুইট করে লেখেন, আমরা শিশু নয় যে আমাদের বিভ্রান্ত করা যাবে। বিজেপি সিএএ এবং এনআরসির একসাথে একই অর্থ হয় তা বলেনি। যদি এই আইন মুসলমানদের বিষয়ে না হয় তাহলে আইন থেকে ধর্মীয় সমস্ত বিষয়গুলি কে সরিয়ে দেওয়া হোক। এটা জেনে রাখুন যে যতদিন পর্যন্ত আইনে আমাদের ভারতীয় হিসেবে প্রমাণ করার কথা বলা হবে ততদিন আমরা এর বারবার বিরোধিতা করবো।

তিনি আরো লেখেন, ধর্মীয় সন্দর্ভের ভিত্তিতে নাগরিকত্বের যে কোন আইনের বিরুদ্ধে আমরা লড়বো। আমি কংগ্রেস, আরজেডি এবং তাদের সহযোগীদেরও বলতে চাই এই বিষয়ের বিরোধিতায় আপনাদের মৌনতা কেউ ভুলে যায়নি। যখন বিজেপির নেতারা সীমান্তবর্তী অঞ্চলের মানুষদের ঘুষপেটিয়া বলেছিল, তখন আরজেডি বা কংগ্রেস একবারের জন্যেও মুখ খোলেনি।

Related Articles

Back to top button
error: