দ্বিতীয়বারের জন্য প্রদেশ কংগ্রেস সভাপতি পদে বসেই জোট বার্তা অধীরের
নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: দ্বিতীয়বারের জন্য প্রদেশ কংগ্রেস সভাপতি পদে বসেই বামেদের সঙ্গে জোট বার্তা দিলেন অধীর রঞ্জন চৌধুরী। বুধবার রাতে এআইসিসি থেকে প্রদেশ সভাপতি হিসাবে নাম ঘোষনা হওয়ার পর দিনই বিধান ভবনে ছুটে আসেন অধীরবাবু। বামেদের সঙ্গে জোট হওয়া স্বাভাবিক ঘটনা বলে এদিন মন্তব্য করেন তিনি। অধীর চৌধুরি বলেন, বামেরা চাইলে জোট করতে রাজি কংগ্রেস। বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নানকে জোট প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার দ্বায়িত্বও দেন তিনি। অধীর বলেন, ‘করোনা পার হলেই স্বৈরাচারী তৃণমূলের বিরুদ্ধে জবরদস্ত আন্দোলনে নামবে রাজ্য কংগ্রেস!’ বিভিন্ন সময়ে অভিমান করে দল ছেড়ে যাওয়া নেতা-কর্মীদের কংগ্রেসে ফিরে আসার আহ্বানও জানিয়েছেন নব নিযুক্ত প্রদেশ কংগ্রেস সভাপতি। রাজ্য কংগ্রেসের বর্তমান পরিস্থিতিতে এই দায়িত্ব বড় চ্যালেঞ্জ বলে মনে করেন মুর্শিদাবাদের রবিনহুড। কিন্তু দলের অনুগত সৈনিক হিসেবে তিনি সেই চ্যালেঞ্জ নিচ্ছেন বলে জানান তিনি।