পশ্চিম উত্তরপ্রদেশে ক্রমশ বেড়ে চলেছে অবৈধ মদের ব্যবসা; গত ২৪ ঘন্টায় মারা গেছেন সাত জন!
টিডিএন বাংলা ডেস্ক: উত্তরপ্রদেশের পশ্চিমে লাগাতার বেড়ে চলেছে অবৈধ মদের ব্যবসা। শুধু তাই নয় বাগপত থেকে শুরু করে মিরাট পর্যন্ত অবৈধ মদ পান করে মৃত্যু ঘটেছে বহু মানুষের। গত ২৪ ঘন্টায় মারা গেছেন সাত জন। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বার্তা প্রশাসনের তরফ থেকে দেওয়া হলেও এখনো পর্যন্ত পুলিশ এবং আবগারি দপ্তরের হাতে কোন তথ্য আসেনি।
মিরাটের জানি থানা এলাকার মিরপুর জাখিরায় এখনো পর্যন্ত অবৈধ মদ পান করে মৃত্যু হয়েছে দুই ব্যক্তির এবং একজনের অবস্থা সঙ্গীন। ওই ব্যক্তিকে গুরুতর অবস্থায় আইসিইউতে ভর্তি করা হয়েছে। গ্রামের লোকেদের অভিযোগ চুনের গ্রামে বিষ মদ বিক্রি করা হচ্ছে, যা খেয়ে মানুষের মৃত্যু পর্যন্ত হচ্ছে।গ্রামবাসীদের অভিযোগ তারা এই বিষয় নিয়ে ইতিমধ্যেই বহুবার পুলিশ এবং প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
এখনো পর্যন্ত এই বিষ মদ খেয়ে গত ২৪ ঘণ্টার মধ্যে বাগপতে মৃত্যু হয়েছে ৫ ব্যক্তির। জানা গেছে ওই বিষ মদ পান করার পরেই শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে ওই পাঁচ ব্যক্তির। পরে তাঁরা মারা যান। মিরাটেও কয়েক ঘণ্টার ব্যবধানে বিষাক্ত মদ পান করে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। অপর এক ব্যক্তি গুরুতর অবস্থায় আইসিইউতে ভর্তি রয়েছেন।