টিডিএন বাংলা ডেস্ক: আরজেডির বড়িষ্ঠ নেতা রঘুবংশ প্রসাদ সিংহ বৃহস্পতিবার দল থেকে ইস্তফা দিয়েছেন। একটি চিঠি লিখে লালু প্রসাদ যাদব এর উদ্দেশ্যে তিনি জানিয়েছেন,”আমি জননেতা কর্পূরী ঠাকুরের মৃত্যুর পর ৩২ বছর পর্যন্ত আপনার সমর্থনে দাড়িয়ে ছিলাম কিন্তু আর নয়।”তিনি আরো লেখেন,”দলের নেতারা, কর্মীরা এবং আমজনতা আমাকে অনেক ভালোবাসা দিয়েছ। আমাকে ক্ষমা করুন।”
প্রসঙ্গত, রঘুবংশ প্রসাদ সিংহ দলে রমা সিংহের দলে আসা এবং তেজস্বী যাদবের ব্যবহারে বহুদিন ধরে অসন্তুষ্ট ছিলেন। অনেক বড় ওনার মান ভাঙানোর চেষ্টাও করা হয়েছে কিন্তু দলে ইস্তফা দিয়ে দেন। তবে বিহার নির্বাচনের আগে রঘুবংশ প্রসাদ সিংহের এভাবে দলত্যাগ আরজেডির জন্য একটা বড়সড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল।