মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি হিন্দমোটরের কাজ হারানো শ্রমিকদের

টিডিএন বাংলা ডেস্ক: আজ বুধবার হিন্দমোটরে টিটাগড় ওয়াগন লিমিটেড কারখানায় মেট্রো কোচের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার আগেই মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে খোলা চিঠি দিলেন সেখানকার ওয়ার্কার ইউনিয়ন। রাস্তায় রাস্তায় ঘুরে মানুষের কাছে সেই চিঠি আবার বিলি করেন বন্ধ কারখানার শ্রমিকরা। তাদের দাবি, ২০১৪ সালের সেই বেআইনি নোটিস প্রত্যাহার করে অবিলম্বে তাদের কাজে নিয়োগ করতে হবে।

উল্লেখ্য, ২০১৩ সালের ডিসেম্বর মাস থেকে বন্ধ রয়েছে হিন্দমোটর কারখানা। ২০১৪ সালে এই কারখানার গেটে ঝোলে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস। তারপর থেকেই কারখানার দরজা খোলার দাবিতে লাগাতার আন্দোলন চালাচ্ছেন ‘বেকার’ শ্রমিকেরা।