কর্ণাটকে বিজেপি কর্মীকে কুপিয়ে খুন, দোকানের সামনে হামলা

টিডিএন বাংলা ডেস্ক: কর্ণাটকে বিজেপি যুব মোর্চার এক কর্মীকে কুপিয়ে খুন করা হয়েছে। মঙ্গলবার রাতে, কর্ণাটকের দক্ষিণ কন্নড় জেলায় ওই বিজেপি যুব মোর্চার কর্মী খুন হন। জানা গিয়েছে, মৃতের নাম প্রবীণ নেতারু। ঘটনাটি ঘটে বেল্লারে এলাকায়। ঘটনার সময় কয়েকজন অজ্ঞাত ব্যক্তি ওই বিজেপি কর্মীর দোকানের সামনে পৌঁছে তাঁকে মারধর করতে শুরু করে। এর ফলেই প্রবীণের মৃত্যু হয়। এই ঘটনার কথা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেছে প্রবীণের পরিবার। এখনও পর্যন্ত এই হত্যার পেছনে কি উদ্দেশ্য তা জানা যায়নি।