জম্মু-কাশ্মীরে ফের বড় সাফল্য সেনার, নিহত লস্কর কমান্ডার ইউসুফ

প্রতীকী ছবি

টিডিএন বাংলা ডেস্ক: জম্মু-কাশ্মীরে ফের বড়সড় সাফল্য পেলো সেনা। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত জঙ্গিগোষ্ঠীর লস্কর-ই-তৈবা কমান্ডার মহম্মদ ইউসুফ দার ওরফে কান্ত্রু। গোপন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, বৃহস্পতিবার সকালে বারামুলায় সেনা ও পুলিশের যৌথ অভিযান চালানো হয়। সেখানেই নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় ইউসুফ ও তার সঙ্গীরা। জম্মু ও কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার জানিয়েছেন, বডগাম জেলার সীমান্তবর্তী পাহাড় ঘেরা ওই এলাকায় প্রায় এক ঘন্টা ধরে গুলির লড়াই চলে। ইউসুফের সঙ্গেই গুলিতে মারা পড়েছে আরো এক লস্কর জঙ্গি। নিরাপত্তা বাহিনীর হাতে আটক আরও তিন জঙ্গি।

জম্মু ও কাশ্মীর পুলিশের ওই কর্মকর্তা আরো জানিয়েছেন,”ইউসুফের বিরুদ্ধে জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সদস্য এবং সাধারন মানুষকে খুনের অন্তত ১৪টি মামলা রয়েছে।” গত মার্চে বডগামে এসপিও মহম্মদ ইসফাক দার এবং তাঁর ভাই ওমরকে খুনের ঘটনাও এর মধ্যে শামিল রয়েছে বলে জানান বিজয় কুমার।
শুধু তাই নয়, পুলিশ সূত্রে জানা গিয়েছে গত মাসে নিরাপত্তা বাহিনীর জওয়ান মহম্মদ সামির মোল্লা এবং তাগামুল মহিদিন নামে বডগামের এক গ্রামবাসীকেও ইউসুফ খুন করে। এছাড়া কাশ্মীরে কাজ করতে আসা বেশ কয়েকজন শ্রমিককেও খুনের অভিযোগ রয়েছে লস্করের ওই কমান্ডারের বিরুদ্ধে।