HighlightNewsদেশ

দিল্লির রোহিনী আদালতে ফের শুটআউট, জখম আইনজীবী সহ ২

টিডিএন বাংলা ডেস্ক: দিল্লির রোহিনী আদালতে ফের চলল গুলি। শুক্রবার আদালতের কাজ শুরু হওয়ার কিছুক্ষণ পরেই নিরাপত্তার দায়িত্বে থাকা এক ব্যক্তির বন্দুক থেকে গুলি চলে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এই ঘটনায় এক আইনজীবী সহ দুজনের জখম হওয়ার খবর পাওয়া গিয়েছে।
একটি সর্বভারতীয় সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, এদিন সকালে আদালতের বাইরে দুজন উকিল এবং এক ব্যক্তির মধ্যে ঝগড়া শুরু হয়। মৌখিক বাকবিতণ্ডা এগিয়ে যায় মারপিটের দিকে। এই অবস্থায় তাঁরা রোহিনী আদালতের আট নম্বর গেটের ভেতরে ঢুকে যান। সেখানেই নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশ কনস্টেবল তাঁদের আটকানোর চেষ্টা করেন সেই সময় তাঁর বন্দুক থেকে গুলি চলে। এই ঘটনার পর আদালত চত্বরে নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাঁটো করা হয়েছে।

প্রসঙ্গত, গত বছর সেপ্টেম্বর মাসে রোহিনী আদালতে দুই দুষ্কৃতী দলের মধ্যে মুখোমুখি সংঘর্ষে গুলিতে মৃত্যু হয়েছিল ৬ জনের। এরপর ডিসেম্বরে বিস্ফোরণের ঘটনার পর সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল আদালতের কাজকর্ম।
দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল ন’টা নাগাদ আদালতের কাজ শুরুর ঠিক আগে রোহিনী আদালতের ৮ নম্বর গেটের কাছে অশান্তি শুরু হয়। দুই আইনজীবীর সঙ্গে এক ব্যক্তির ঝগড়া হয়। সে সময় ওই গেটে নিরাপত্তার দায়িত্বে ছিলেন নাগাল্যান্ড পুলিশের এক কর্মী। আচমকাই তাঁর বন্দুক থেকে গুলি চলে। প্রথমে হতাহতের খবর না মিললেও পরে পুলিশ সূত্রে জানা যায়, আইনজীবী সহ দুজন এই ঘটনায় আহত হয়েছেন। ওই নিরাপত্তারক্ষীর বন্দুক থেকে দূর্ঘটনাবশত নাকি ইচ্ছাকৃতভাবে গুলি চলে, তা জানতে তদন্ত করছে পুলিশ।

Related Articles

Back to top button
error: