HighlightNewsদেশশিক্ষা ও স্বাস্থ্য

ভারতের শিক্ষা ব্যবস্থা বৈচিত্রপূর্ণ, পাঠ্যক্রম বিভিন্ন তাই অভিন্ন প্রবেশিকা অবাস্তব, ইউজিসিকে জানালেন উপাচার্যরা

টিডিএন বাংলা ডেস্ক : ভারতের শিক্ষা ব্যবস্থা বৈচিত্রপূর্ণ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম বিভিন্ন। আর সেই কারণেই অভিন্ন প্রবেশিকাকে অবাস্তব বলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন(ইউজিসি) চেয়ারম্যান জগদেশ কুমারকে জানিয়ে দিলেন পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যরা। একইসঙ্গে আপত্তি উঠেছে শিক্ষা শিবিরের বিভিন্ন স্তরে। ইউজিসি চেয়ারম্যান জগদেশ কুমার কয়েকদিন আগেই প্রশ্ন তুলেছিলেন যে অভিন্ন প্রবেশিকাতে রাজ্য সরকারের অসুবিধা কোথায়। ইতিমধ্যে বিভিন্ন ভাবে রাজ্য শিক্ষা দপরের তরফে কেন্দ্রকে তা জানিয়েও দেওয়া হয়েছে।

এদিন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর সঙ্গে পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের একটি অনলাইন বৈঠক অনুষ্টিত হয়। অভিন্ন প্রবেশিকা পরীক্ষার পাশাপাশি কলেজ-বিশ্ববিদ্যালয়ে দু’টি পাঠ্যক্রমে পড়ুয়াদের ভর্তির সুযোগ নিয়েও আলোচনা হয়। সেই বৈঠকে উপাচার্যরা সরাসরি জানিয়ে দেন যে, দেশ জুড়ে অভিন্ন প্রবেশিকা পরীক্ষার (সিইউইটি) মাধ্যমে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে ছাত্রছাত্রী ভর্তি নেওয়া মোটেই বাস্তবসম্মত নয়। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিবাজীপ্রতিম বসু জানান, ‘ভারতের মতো বিশাল দেশে সব বোর্ড এবং কলেজ, বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম এক রকম নয়। তাই সর্বত্র স্নাতক স্তরে অভিন্ন প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ভর্তি নেওয়া বাস্তবসম্মত নয়।’ একতরফা কেন্দ্রের নির্দেশ না-মেনে প্রস্তাবিত জাতীয় শিক্ষানীতি, অভিন্ন প্রবেশিকা পরীক্ষার মতো বিষয়গুলি খতিয়ে দেখতে এবং রাজ্যের নিজস্ব শিক্ষানীতি তৈরির লক্ষ্যে দশ সদস্যের কমিটি একটি তৈরি হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

Related Articles

Back to top button
error: