HighlightNewsদেশ

হিজাব পরে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হল না দুই দ্বাদশ শ্রেণীর ছাত্রীকে

টিডিএন বাংলা ডেস্ক: কর্নাটকে শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরার ওপর নিষেধাজ্ঞা জারি থাকা সত্ত্বেও দুই পড়ুয়া শেষ চেষ্টা করেছিলেন পরীক্ষা দিতে যাওয়ার জন্য। কর্ণাটক বোর্ডের দ্বাদশ শ্রেণীর পরীক্ষা দেওয়ার জন্য এদিন সকালে দুই পড়ুয়া হিজাব পরে স্কুলে পৌঁছলে তাঁদের পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হল না। কারণ তাঁরা হিজাব পরে এসেছেন। পরীক্ষা দিতে পারলেন না হিজাব পন্থী আন্দোলনের দুই প্রধান মুখ আলিয়া আসাদি এবং রেশম।


শুক্রবার, কর্ণাটক বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষার প্রথম দিন। পরীক্ষার আগে রাজ্যের শিক্ষামন্ত্রী বি সি নাগেশ জানিয়ে দিয়েছিলেন, কোনো পরীক্ষার্থী হিজাব পরে এলে তাঁকে পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হবে না। সমস্ত পড়ুয়াকে পোশাক বিধি মেনে পরীক্ষাকেন্দ্রে যেতে হবে। এরপর হিজাব পরে পরীক্ষা দিতে যাওয়ার অনুমতি চেয়ে শিক্ষামন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের কাছে আবেদন করেছিলেন বহু মুসলিম পড়ুয়া। সম্প্রতি, হিজাবপন্থী আন্দোলনে শামিল রাজ্য স্তরের ক্যারাটে চ্যাম্পিয়ন আলিয়া আসাদি রাজ্যের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাইকে ট্যাগ করে একটি ট্যুইট করেছিলেন যেখানে তিনি পরীক্ষার হলে হিজাব পরে ঢোকার জন্য অনুমতি চেয়েছিলেন। সমস্ত অনুনয়-বিনয় সত্বেও শেষ পর্যন্ত পরীক্ষা দিতে পারলেন না হিজাবপন্থী মুসলিম পড়ুয়ারা। পরীক্ষা কেন্দ্র থেকে ফিরিয়ে দেওয়া হল আলিয়া আসাদি এবং তাঁর বান্ধবী রেশম নামের দুই ছাত্রীকে।
জানা গিয়েছে, এদিন প্রায় ৪০ থেকে ৪৫ মিনিট ধরে ওই দুই পড়ুয়া কর্তৃপক্ষকে বোঝানোর চেষ্টা করেন, অনেক অনুনয়-বিনয় করেন, কিন্তু কিছুতেই কোন লাভ হয় না। পরীক্ষার হল থেকে শেষ পর্যন্ত ফিরিয়ে দেওয়া হয় দুই পরীক্ষার্থীকে। শুধুমাত্র হিজাব পরে যাওয়ার জন্য তাঁদের শিক্ষাজীবনে একটা গোটা বছর পিছিয়ে যেতে বাধ্য করা হল।

Related Articles

Back to top button
error: